পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে এক ইউপি সদস্যা কতৃক জোর পুর্বক ইউনিয়ন পরিষদের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করায় ইউপি চেয়ারম্যান সহ ক’জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ প্রেরন করেছেন। এছাড়া ওই সদস্যা জোড় পুর্বক ইউনিয়ন পরিষদের পুকুরের চাষকৃত ধরে বিক্রি করায় এক ইউপি সদস্য বাদী হয়ে থানায় মামলা করেছেন । দায়েরের পর গতকাল মঙ্গলবার থানায় জিডি করেছেন।
মামলা ও অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ ৯ নং সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আকতার বানু লিপি নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের জমি রক্ষার পরিবর্তে নিজেই দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণে ব্যস- হয়ে পড়েছেন এবং ইতিমধ্যে বেশ কিছু জায়গা দখল করে নিয়েছেন । এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান ফারুক খান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দাখিল করার পরও ঘর নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। অপরদিকে ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ইউনিয়ন পরিষদের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হলেও ওই ইউপি সদস্যার লোকজন জোর পুব্র্ক প্রায় ৮০ হাজার টাকার মাছ ধরে বিক্রি করেছেন । এ ব্যাপারে ইউপি সদস্য আশরাফুল আলম বাবুল বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তাবা হলেন বুজরুক ফতেপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র খাইরুল ইসলাম খাজা ও গোলাম মওলা এবং খাইরুল ইসলাম খাজার পুত্র রাসেল মিয়া ও সজীব মিয়া। মাছ ধরার সময় ইউপি সদস্য রানজু মিয়া, গোলাম মোস-ফা, গ্রাম পুলিশ অপিল উদ্দিন, আবু বক্কর সিদ্দিকসহ বেশ কয়েকজন সেখানে উপসি’ত থাকলেও আসামীদের হাতে মারাত্নক অস্ত্র সস্ত্র থাকায় ভয়ে তারা বাধা দিতে যাননি বলে মামলায় উল্লেখ করা হয়।এদিকে থানায় মামলা করায় বাদীকে মামলার আসামী ও তাদের লোকজন নানা ভাবে জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার মামলার বাদী থানায় একটি সাধারন ডাইরি করেছেন ।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …