27 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / কালীগঞ্জে জমি নিয়ে সংর্ঘষে নিহত ১

কালীগঞ্জে জমি নিয়ে সংর্ঘষে নিহত ১

লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ঘোংগাগাছ গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংর্ঘষের ঘটনায় গুনধর মাঝি নামের এক যুবক নিহত হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উপজেলার ঘোংগাগাছ গ্রামের রাজনারায়ণ সীমান-বর্তী মালদাহ নদীর তীরবর্তী ৬ শতক জমি দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছে। ওই জমির সংলগ্ন জমির মালিক একই গ্রামের বাসিন্দা কনক চন্দ্র রায় ওই জমি জবর দখলের চেষ্টা চালায়। গত শনিবার স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সহযোগীতায় আবারো চেষ্টা চালালে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়। তার মধ্যে গুনধর (২৫) ও তার ভাই হলধর(২৮) কে আশংকা জনক অবস্থায় আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত সোমবার রাতে গুনধর মাঝি মারা যায়।
এব্যাপারে ওসি(তদন-) মনছুর আলী জানান, ঘটনার পরের দিন নিহতের পিতা রাজ নারায়ণ বাদি হয়ে কনক চন্দ্র রায়, গোড়ল ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম, সদস্য আব্দুল জলিল ও ৬ জন গ্রাম পুলিশসহ ১৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি দীনেশ চন্দ্র (৩০) ও গ্রাম পুলিশ অমূল্য চন্দ্রকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জনিতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি জানান, কিছু স্বার্থেন্নেষি মহল রাজনৈতিক প্রতি হিংসার কারণে আমাকে ওই মামলায় জড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …