কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তন’র নাম পরিবর্তন করে ‘‘সৈয়দ মনছুর আলী টুংকু (বীর বিক্রম) মিলনায়তন’’ নাম রাখার সিদ্ধান- নেয়া হয়েছে। এরপাশাপাশি কুড়িগ্রাম পৌরসভার নাম বিহীন রাস্তাগুলির নাম করণেরও পরিকল্পনা নেয়া হয়েছে। কুড়িগ্রাম পৌরসভা পরিষদের সভায় মেয়র নুর ইসলাম নুরু এ সিদ্ধান- গ্রহন করেন।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে- অতি সমপ্রতি কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত পৌর পরিষদের সভার সম্মিলিত সিদ্ধান- অনুযায়ী পৌরসভার নাম বিহীন রাস্তাগুলির নাম করণের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটির আহ্বায়ক হচ্ছেন পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রবীন কাউন্সিলর রোস-ম আলী তোতা। অপর দু’ সদস্য হচ্ছেন- ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোস-ফা কামাল পাশা। তিন সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জনগুরুত্বপূর্ণ সড়কগুলি যাদের নামে নাম করণ করা হবে সেই নামগুলি সংগ্রহ করে পৌরসভা পরিষদে জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে।
সুত্র আরো জানায়- পৌর পরিষদের সভায় পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মনছুর আলী টুংকু (বীর বিক্রম)’র প্রতি যথাপোযুক্ত সম্মান জানানোর লক্ষ্যেই বর্তমান পৌর মেয়র নুর ইসলাম নুরু পৌরসভার ঐতিহ্যবাহী মিলনায়তন’র নাম পরিবর্তন করে তার নামে নাম করণ করার পক্ষে মত দেন এবং পৌরসভার নাম বিহীন রাস্তাগুলির বিশিষ্ট ব্যক্তিদের নামে নাম করণের প্রস্তাব উত্থাপন করেন। এসময় পৌর পরিষদবর্গের অন্যান্য সদস্যগণ মেয়র নুর ইসলাম নুরু’র দু’টি প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এব্যাপারে পৌরসভার সচিব এস, এম রেজাউল করিম জানান- পৌরসভা পরিষদের গৃহীত দু’টি সিদ্ধান- আগামী সভায় অনুমোদন পাবে। এ অনুমোদনের পর সিদ্ধান- দু’টি বাস-বায়ন করা হবে।
একই প্রসঙ্গে কুড়িগ্রাম পৌরসভার মেয়র নুর ইসলাম নুরু বলেন- আমি দায়িত্বগ্রহনের পর থেকে পৌরসভার সম্মানিত ব্যক্তিদের প্রতি যথাপোযুক্ত সম্মান জানাতে মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টার অংশ হিসেবে পৌরসভার মিলনায়তন’র নাম পরিবর্তন এবং নাম বিহীন নতুন রাস্তাগুলির নাম করণের সিদ্ধান- নিয়েছি।
মেয়র নুর ইসলাম নুরু আরো বলেন- রাস্তার নাম করণে যাতে কোন সম্মানীয় ব্যক্তি বাদ না পড়ে এ জন্য আমি সজাগ থাকবো।
আরও পড়ুন...
নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার
নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …