পীরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জ উপজেলা সদরে গত সোমবার দিবাগত গভীর রাতে এক অগ্নিকান্ডে ৫ টি বাসা ও ১ টি আবাসিক বাড়ী সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে ।
জানা গেছে, রাত প্রায় সাড়ে ১১ টার সময় ইব্রাহীম হোসেনের চশমার দোকান থেকে আগুনের সুত্রপাত হলে মুহুর্তেই তা চতুর্দিকে ছড়িয়ে পড়ে । স’ানীয় জনতার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনার পুর্বেই ইব্রাহীম হোসেনের চশমার দোকান, ডাঃ কাউসার এর ঔষধের দোকান, হরিপদ ও ঝড়-র সেলুনের দোকান, কলিম মিয়ার ফলের দোকান এবং বিশিষ্ট ব্যাবসাযী আঃ মান্নান মিয়ার আবাসিক গৃহ সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল অগ্নিকান্ডে ভস্মিভুত হয় । আগুন নিয়ন্ত্রনে আসার পর জেলা ফায়ার সার্ভিস দল ঘটনা স’লে পৌছিলে ক্ষুদ্ধ জনতার তাড়া খেযে তারা দ্রত ঘটনাস’ল ত্যাগ করেন । অনেকের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সুত্রপাত হয় ।
আরও পড়ুন...
নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার
নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …