15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / চেয়ারম্যান পদে কাদেরের মনোয়ন বাতিল ২৯ মার্চ পীরগঞ্জের বড়আলমপুর ইউ,পি‘র নির্বাচন

চেয়ারম্যান পদে কাদেরের মনোয়ন বাতিল ২৯ মার্চ পীরগঞ্জের বড়আলমপুর ইউ,পি‘র নির্বাচন

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র বাছাই কালে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে আব্দুল কাদেরের মনোয়ন পত্র বিধি সম্মত না হওয়ায় কর্তৃপক্ষ বাতিল বলে ঘোষনা করেছেন। ফলে সাবেক চেয়ারম্যান হাফিজার রহমানের সাথে আব্দুর রহমানের হাড্ডা-হাড্ডি লড়াই হবে। তবে কাদেরের মনোয়ন বাতিল হবার কারনে হাফিজারের জয় লাভের বিষয়টি অনেকটাই সহজ হয়েছে। এ অভিমত এলাকার সাধারন মানুষের। আব্দুল কাদের তার মনোনয়ন বাতিলের সিদ্ধানে-র বিরোদ্ধে আপিল করবেন বলে জনিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে,আগামী ২৯ শে মার্চ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৬ মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন, ৯ ওর্য়াডে সদস্য পদে ২৯ জন এবং ৩ টি সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে ১৪ জন সহ মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। গত ৮ মার্চ বৃহস্পতিবার বাছাই এর দিনে বিধি সম্মত না হওয়ায় চেয়ারম্যান পদে আব্দুল কাদেরের মনোয়ন পত্র বাতিল বলে ঘোষনা করা হয়েছে। এছাড়াও সংরক্ষিত আসন-২ এ আনোয়ারা বেগম ও নিলুফা বেগমের এবং সংরক্ষিত আসন-৩ এ নাজমা আখতার ও রাবেয়া বেগমের মনোয়ন বাতিল বলে ঘোষনা করা হয়। সাধারন আসনের কোন মনোনয়ন বাতিল হয়নি। ওই আসন গুলিতে ৪১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দ্বিতা করবেন ।

আরও পড়ুন...

মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন

আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …