15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / পীরগঞ্জে ধাতব মুদ্রা কিনতে এসে জনতার হাতে ৩ জন আটক ।

পীরগঞ্জে ধাতব মুদ্রা কিনতে এসে জনতার হাতে ৩ জন আটক ।

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে বিশেষ ধরনের প্রাচীন ধাতব মুদ্রা কিনতে আসা ৩ ব্যাক্তিকে জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে । গত বুধবার দিবাগত রাতে উপজেলার মন্ডলের বাজার নামক স’ানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের আলহাজ্ব আব্দুস সামাদের পুত্র ফারুক হোসেন ও গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় কুড়িগ্রামের হিংগন রায় গ্রামের জাবেদ আলীর পুত্র মোর্শেদ হোসেন লিট (৩০) সহ ৪/৫ কে সাথে নিয়ে মাইক্রোবাস যোগে গত সোমবার পীরগঞ্জের মন্ডলের বাজার নামক স’ানে পানিতে ভাসা বিশেষ ধরনের প্রাচীন ধাতব মুদ্রা কিনতে আসেন। সেখানে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর গ্রামের নয়া মিয়ার পুত্র আব্দুর রশিদের সাথে ৫ লক্ষ টাকায় দামদর ঠিক করে বুধবার আসার কথা বলে চলে যায়। এরপর তারা গত বুধবার সন্ধ্যায় টাকা নিয়ে মুদ্রা কিনতে এসে ৩৫ হাজার টাকা দিয়ে সেখানে অপেক্ষা করতে থাকে। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে এলাকার লোকজন তাদের ঘেরাও করে। অবস’া বেগতিক দেখে মাইক্রোবাস নিয়ে কয়েকজন দ্রুত পালিয়ে গেলেও এলাকাবাসী ফারুক হোসেন, মোর্শেদ হোসেন লিটু, সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুর রশিদকে আটক করে স’ানীয় চেয়ারম্যানের হেফাজতে দেয়। চেয়ারম্যান থানা পুলিশে খবর দিলে পীরগঞ্জ থানার ওসি হাসান শামীম ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মামলা হয়েছে ।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …