ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি।
প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা-২০১১ এর ফলাফলের ভিত্তিতে রাজশাহী বিভাগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা প্রথম স’ান অধিকার করায় গতকাল বুধবার বেলা ২:৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে অ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন জাতীয় সংসদ সদস্য, ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২, মু: জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ড. শাহ্ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, গোমস-াপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল। বক্তব্য রাখেন- জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, চাঁপাইনবাবগঞ্জ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আ’লীগের সহসভাপতি ও বাংলাদেশ রেশম বোর্ডের সদস্য ইয়াসিন আলী শাহ্, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শহীদ সোহরাওয়ার্দী, ভোলাহাট আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মুকুল, ভোলাহাট মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, সদর চেয়ারম্যান ইয়াজদানী আলরাজী জর্জ, দলদলী চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল, গোহালবাড়ী চেয়ারম্যান আলাউদ্দিন, জামবাড়ীয়া চেয়ারম্যান জগলুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সমূহের সভাপতি নুরুল ইসলাম, গোহালবাড়ী মাদ্রাসার অধ্যক্ষ মনিরুল ইসলাম, তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, পেশ ইমাম আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস’াপন করেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা তাশেম উদ্দিন। ২০১১ সালের প্রাথমিক সমাপণী পরীক্ষায় ভোলাহাট উপজেলায় ২৬টি সরকারী, ২১টি বে-সরকারী ও ১টি নন-রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের মোট ১৫১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করায় ৯৭.৬৩% উত্তীর্ণ হয়। এদের মধ্যে ৫.৩% অ+ প্রাপ্ত হয়। সর্বমোট ৮১ জনকে পুরুস্কৃত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইয়াসমিন আক্তার। # ছবিঃ সংযুক্ত ফোল্ডারে(১-২)। ক্যাপশনঃ ১। পুরস্কার তুলে দিচ্ছেন- জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। ২। পুরুস্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক ড. শাহ্ আলম।
* একই দিনে উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউর রহমান-এর উদ্যোগে ১২জন দুস’ মৎস্যজীবিকে সেলাই মেশিন প্রদান করেন।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …