সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে দিনে প্রচন্ড গরম মধ্যরাতে শীতের আমেজ। ভোর রাতে ঘন কুয়াশায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এমন বৈরি আবহাওয়ায় শিশু সহ লোকজনের মধ্যে বিভিন্ন রোগের পাদুর্ভাব দেখা দিয়েছে। একটি দায়িত্বশীল সূত্রে প্রকাশ, গত মাসের শেষ দিকে বৃহত্তর রাজশাহী বিভাগের ১৬ জেলার বিভিন্ন স’ানে শীতের প্রভাব বিদায় নেয়। চলতি মাসের প্রথম থেকে এ অঞ্চলের বিভিন্ন স’ানে দিনে গরম ও প্রচন্ড রোদের প্রভাব পরলেও মধ্য রাতে শীতের আমেজ এবং ভোর রাতে ঘন কুয়াশায় যানবাহন চলাচলও বিঘ্ন ঘটে। এ বৈরি আবহাওয়া জনিত কারণে জ্বর সর্দ্দি, ঠান্ডা কাশি, হাপানী, নিউমোনিয়া, আমাশয়, চোখ ওঠা, জন্ডিস ও পাণিবাহীত রোগ সহ বিভিন্ন রোগের পাদূর্ভাব দেখা দিয়েছে। তবে শিশুদের ক্ষেত্রে এই সব রোগের আক্রান- হওয়ার সংখ্যা বেশী। এসব রুগীরা সরকারী বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক গুলোতে ভর্তি হচ্ছে প্রতিদিনই। চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা ও গরিমসির অভিযোগও কমনয়। গরীব ও অসহায় পরিবারের আক্রান- অসুস’্য ব্যক্তি আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেনা বলে অভিযোগ রয়েছে। এদিকে দিনে গরম জনিত কারণে ঠান্ডা জাতীয় খাদ্য সামগ্রীর মূল্য বাড়ছে। অবশ্য সিমান- ঘেষা জেলা গুলোর বিভিন্ন স’ানে এখনও দিনের চেয়ে রাতে শীতের প্রভাব বেশী বলে খবর আসছে।
আরও পড়ুন...
নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার
নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …