এনবিএন ডেক্সঃ গত শনিবার সকালে নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুরে ভান্ডারপুর খাড়ি পূণঃখনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের এমপি’ আলহাজ্ব ডক্টর আকরাম হোসেন চৌধুরী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বদলগাছি জোনের সহকারী প্রকৌশলী মোস-াফিজুর রহমান তার সঙ্গে ছিলেন। প্রকৌশলী জানান, বরেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ২ দশমিক ৮ কিলোমিটার খাড়ি খনন করা হবে। এজন্য বরাদ্দ করা হয়েছে ২৮ লাখ টাকা। পর্যায়েক্রমে এটি ৫ কিলোমিটারে বর্ধিত করা হবে। খাড়িটি খননের ফলে উপজেলার ভান্ডারপুর, পারসোমবাড়ী, ছাতরাবাড়ী, কার্ত্তিকাহার, পারিচা সহ ৪০ টি গ্রামের ১৮ হাজার মানুষ সেচ সুবিধা পাবে। #
আরও পড়ুন...
নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী
এন বিএন ডেক্সঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …