15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর বদলগাছিতে খাড়ি খনন উদ্বোধন করলেন এমপি’ ডক্টর আকরাম

নওগাঁর বদলগাছিতে খাড়ি খনন উদ্বোধন করলেন এমপি’ ডক্টর আকরাম

এনবিএন ডেক্সঃ গত শনিবার সকালে নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুরে ভান্ডারপুর খাড়ি পূণঃখনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছি) আসনের এমপি’ আলহাজ্ব ডক্টর আকরাম হোসেন চৌধুরী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বদলগাছি জোনের সহকারী প্রকৌশলী মোস-াফিজুর রহমান তার সঙ্গে ছিলেন। প্রকৌশলী জানান, বরেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ২ দশমিক ৮ কিলোমিটার খাড়ি খনন করা হবে। এজন্য বরাদ্দ করা হয়েছে ২৮ লাখ টাকা। পর্যায়েক্রমে এটি ৫ কিলোমিটারে বর্ধিত করা হবে। খাড়িটি খননের ফলে উপজেলার ভান্ডারপুর, পারসোমবাড়ী, ছাতরাবাড়ী, কার্ত্তিকাহার, পারিচা সহ ৪০ টি গ্রামের ১৮ হাজার মানুষ সেচ সুবিধা পাবে। #

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …