এনবিএন ডেক্স: বসন্তের শুরুতেই নওগাঁর ছোট যমুনা, আত্রাই আর ফকিরনী নদীর পানি শুকিয়ে গেছে। ফলে বন্ধ হয়েছে এক সময়ের খড়স্রোতা নদী গুলোতে নৌ চলাচল এবং নৌপথের ব্যবসা ব্যানিজ্য। বেকার হয়ে পড়েছে নদী তীরের ব্যবসা ব্যানিজ্য এবং নদীর তীরের হাজার হাজার মৎস্যজীবীরা। খরা মৌসুম আসার আগেই নদীগুলো শুকিয়ে ধুধু বালুচর দেখা যায়। এখনই নদী গুলোতে প্রভাব পড়েছে ভারতের ফারাক্কা বাঁধের। খরার আগেই নদীগুলো মরে গিয়ে বিরুপ প্রভাব ফেলেছে বরেন্দ্র এলাকায়। এক কালে নওগাঁ সদর, বদলগাছি ও রানীনগর উপজেলার উপর দিয়ে ছোট যমুনা নদী, মহাদেবপুর, ধামইরহাট, পত্নীতলা, মান্দা আর আত্রাই উপজেলার উপর দিয়ে আত্রাই নদী, মান্দা উপজেলার উপর দিয়ে ফকিরনী আর শিব নদীর উপর দিয়ে বজরা চলতো। বজরা আর বড় বড় কোষা নৌকায় ভর্তি হাজার হাজার বস-া ধান, চাল এ এলাকা থেকে রাজধানী ঢাকা সহ দেশে বিভিন্ন স’ানে যেত । একমাত্র নদী পথ দিয়ে ব্যবসা ব্যানিজ্য হত। ব্যবসা ব্যানিজ্যের কারনে নদী সংলগ্ন এলাকায় বাজার গড়ে উঠেছিল। আহসানগঞ্জে আত্রাই র্যালী ব্রাদ্রাসের নিজস্ব সী প্লেন পড়তো সপ্তাহে দুদিন। তখন আহসানগঞ্জে কোন ব্যাংক ছিলনা। সপ্তাহে দুদিন সীপ্লেনে টাকা নিয়ে এসে পাট ব্যবসায়ীদের টাকা পরিশোধ করতো। আহসানগঞ্জের পাট দেশে বিভিন্ন স’ানসহ বিদেশে রপ্তানী হত। এখন সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাঠমো দাড়িয়ে আছে। অনেকগুলো ধ্বংসের পথে। এসব নদীতে পাওয়া যেত নানান জাতের প্রচুর দেশীয় মাছ। আত্রাইয়ে গড়ে ওঠে অসংখ্য শুকটি গ্রাম। শুটকী মাছের গন্ধে এলাকার পরিবেশ দুষিত হত। এখানকার শুটকী মাছ চলে যেত রাজধানী সহ পাশ্ববর্তী দেশে। নদীগুলোর দু’তীরে বসানো হতো অসংখ্য পাওয়ার পাম্প। এসব পাম্পের সাহায্যে পানি সেঁচ দিয়ে আবাদ হতো বোরো ধানের। খরচও কম পড়তো। পানির কোন কষ্ট পাওয়া যেত না। এখন সেসব পাওয়ার পাম্প তীরে বসানো হয় না। শুরুতে বসানো হলেও এক মাসের মাথায় সেগুলোকে বসানো হয় নদীর তলায় তবুও কয়েক ফিট মাটির নীচে গর্ত করে। তাতেও পানি পাওয়া যায় না। ফলে ফসলের উৎপাদন খরচ কয়েক গুন বেড়ে যায়। এলাকার সুধী মহল মনে করেন, ভারতকে নদীপথে ট্রান্সিট দেয়া হলে ভারত তাদের প্রয়োজনেই ফারাক্কা খুলে দিয়ে পানির প্রবাহ নিশ্চিত করবে। ফলে নওগাঁর নদীগুলো আবারো জেগে উঠবে আগের মত পূর্ণ যৌবনে।#
আরও পড়ুন...
নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার
নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …