22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় জমিমজা সংক্রান- পূর্বশত্রুতার জের বাড়িতে অগ্নিসংযোগ: জমির পাকা ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

নওগাঁয় জমিমজা সংক্রান- পূর্বশত্রুতার জের বাড়িতে অগ্নিসংযোগ: জমির পাকা ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

এনবিএন ডেক্স: নওগাঁয় জমাজমি সংক্রান্ত জের ধরে একটি বাড়িতে আগুন লাগিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করেছে দুর্বৃত্তরা। তারা কেবল আগুন দিয়ে বাড়ি পুড়িয়েই ক্ষান্ত হয়নি তাদের প্রায় ৯১ শতাংশ জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নধীন কিশমত কসবা গ্রামে। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। থানায় দায়েরকৃত মামলার সূত্র ধরে পুলিশ জানিয়েছে। কিশমত কসবা মৌজার ৯১ শতাংশ ধানি জমি পৈতৃকসূত্রে প্রাপ্ত হয়ে ওই গ্রামের মো. ইদ্রিস আলীরা ভোগ দখল করে আসছিলেন। ওই সম্পত্তি গ্রামের কিছু লোক অন্যায়ভাবে মালিকানা দাবি করে আসছিল। এ ব্যাপারে আদালতে একটি মামলা চলমান থাকলেও সম্পত্তির দখল রয়েছে ইদ্রিস আলীদেরই। এরই ধারাবাহিকতায় এ বছরও বর্ষা মওসুমের ইরি ধান লগিয়েছেন। সে ধান ইতিমধ্যে পেকেও গেছে। এরই মধ্যে জমির কথিত মালিকানা দাবিদারদের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় ইদ্রিস আলী জেলহাজতে থাকার সুযোগ নিয়ে কিশমত কসবা গ্রামের আয়েন সরদারের ছেলে রানা, মৃত আস’ল সরদারের ছেলে লুৎফর রহমান ও আয়েন সরদার, মৃত জামাল সরদারের ছেলে গিয়াস উদ্দিন ও মোতালেব হোসেন, লুৎফর রহমানের ছেলে সুমন হোসেন, মহাদেবপুর থানার চকরাজা গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, আবদুস সাত্তারের ছেলে আজিজুল হকসহ আরো ৮/১০ অস্ত্রধারী ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী দিয়ে গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বর্ণিত সম্পত্তির সমুদয় ধান জোরপূর্বক কেটে নিয়ে গেছে। এ সময় বাধা দিতে গেলে ইদ্রসের স্ত্রী ও অন্য সদস্যদের লাঠিসোঁটা ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করে। তারা প্রাণভায়ে দৌড়ে গিয়ে বাড়ির ভেতরে আশ্রয় নেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের দরজায় শিকল তুলে সবাইকে বাড়ির ভেতর আটকে রেখে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তাদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। এর মধ্যে বাড়ির চাল, ঘরের আসবাবপত্র, চারদিকের গাছপালা সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে ইদ্রিসের স্ত্রী মোছা. তানজিলা বেগম. বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …