8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / পিরোজপুরের মাহামুদ কান্দার প্রবাসী নাছের ওমানে চাকরির নামে হাতিয়ে নেয়া ৪কোটি টাকায় এখন ব্যাবসায়ী প্রকল্প করছে

পিরোজপুরের মাহামুদ কান্দার প্রবাসী নাছের ওমানে চাকরির নামে হাতিয়ে নেয়া ৪কোটি টাকায় এখন ব্যাবসায়ী প্রকল্প করছে

পিরোজপুর প্রতিনিধি: কর্মসংস্থানের নামে মধ্যপ্রচ্যের ওমানে আদম পাচার কারী এক প্রতারকচক্রের সন্ধ্যন পাওয়া গেছে। এ চক্রের প্রধান ভূমিকায় যে নেপথ্যে নায়কের ভূমিকা পালন করছেন তিনি হলেন, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাহামুদ কান্দা বাসিন্দা মোস-ফা হাওলাদারের মেজো পুত্র অছিকুর রহমার নাছির ওরপে অছিকুর ওরপে নাছের । এ ব্যবসায় রাতা-রাতি আঙ্‌গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া নাছেরের সান্তসওগাত তো আছেই নিজ গ্রামে আলীশান বাড়ি নির্মানের পর এবার ব্যাবস্যায়িক প্রকল্পে তার প্রাক্কলিত ব্যায় ৪ কোটি টাকার ও বেশি । সরেজমিনে গিয়ে স’ানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জেলার নাজিরপুর উপজেলার মাহামুদ কান্দা বাসিন্দা মোস-ফা হাওলাদারের মেজো পুত্র অছিকুর রহমার নাছির ওরপে অছিকুর ওরপে নাছের এর পরিবার মাত্র দুই তিন বছর আগে ছিল ভূমিহীন -অর্থহীন এক ছিন্নমূল সাদা-সিধে জীবনমানে অভ্যস’। ভাগ্যের পরিবর্তন ঘটাতে যেভাবে যে কায়দায়-ই হোক নাছের পাড়ি জমায় মধ্যপ্রাচ্যে তেল সমৃদ্ধ দেশ ওমানে । সুচতুর, সুযোগ সন্ধানি বহু বিবাহের নায়ক এ নাছের তার দেশীয় লোক জনের সহ্যায়তায় বিদেশে লোক পাঠানোর নামে নিজের এলাকা তো আছেই জেলা সদর সহ এর বাইরের এলাকা থেকে লোক পাঠানোর এক মহা আদম ব্যাবসায়ী বনে যায়। সরল বিশ্বাসী নোক জনের পদচারনায় ভারি হয়ে ওঠে নাছেরের গ্রামের বাড়ি আঙ্গিনা । প্রতারনার খপ্পরে পড়ে সর্বশান- হয়ে যাওয়া মানুষের নাম ঠিকানার খতিয়ান খুললে বোঝাযায় এদের নেটওয়ার্ক কতদূর বিস-ার লাভ করেছে। সূত্র মতে, নাছের গংদের পাতানো ফাঁদে পড়ে তার নিজের গ্রামের সুলতান শেখের পুত্র সাইফুলকে বিদেশে পাঠানোর নামে তাদের ৫ বিঘা জমি নাছের এবং ভাই এসমাইলের নামে, লিখে নেয় । পরে আবু হানিফ নামে ভূয়া ইঞ্জিনিয়ারের পাসপোর্টে ওমানে নিয়ে ইট-বালু টানার কাজ দিলে শেষ পর্যন- বাড়ী থেকে পাঠানোর টাকায় ফিরে আসতে হয় সাইফুলকে ।মাটিভাঙ্গা বাজার মসজিদ গলির বাসিন্দা হাজী হাসেম শেখের পুত্র ফরাদ হোসেনের ৩ লাখ টাকা নিয়ে ভূয়া পাসপোর্ট তৈরি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বানিয়ে নামের বেলায় ফরহাদ হোসেনের এর স’লে নাম দেয় এম ডি ফরহাদুজ্জামান। নারী পাচারের আঁড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে একই উপজেলার বাঘাজোর গ্রামের বেলায়েত শেখের মেয়ে শিউলিকে কতকি স্বপ্নদেখায় নাছের।দেশিয় এজেন্টের মাধ্যমে শিউলীর কাছ হতে বিদেশে যেতে কয়েক কিসি-তে হাতিয়ে নেয় ৮০ হাজার টাকা। দেশে এসে অবাধ আসা-যাওয়া করে শিউলিকে ঢাকায় নিয়ে বাসায় রাখে নাছের । পরে কোন কিছু বুঝে উঠার আগেই একদিন হঠাৎ শিউলিকে এয়ার পোর্টে নিয়ে ফিরিয়ে দেয় নাছের। আপন চাচাতো ভাই বেলায়েতও তার খপ্পর থেকে রা পাইনি ।তার কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে খন্দকার তৌহিদ হাসান নামে ভূয়া পাসপোর্টে ওমানে নিয়ে তাকে রাস-ায় ছেড়ে দেয় নাছের । অভিযোগ আছে , বাঘাজোর গ্রামের ছলেমান শেখের বিবাহিতা কন্যা দুই সন-ানের জননী আল্লাদিকে স্ত্রী পরিচয়ে ওমানে নিয়ে যায় সে । কিন’ সেখানে আল্লাদিকে দিয়ে অনৈতিক কাজ করার খবর দেশের বাড়ীতে ছড়িয়ে পড়লে দুঃখে কষ্টে তার স্বামী দেশে বসে অসুস’ হয়ে শেষ পর্যন- মৃত্যুর কোলে ঢলে পড়ে। পিরোজপুর পৌর এলাকার ব্‌্রাক্ষ্মনকাঠি বাসিন্দা মজিবর শেখের পুত্র কালাম শেখ এর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় নাছের গং । সে খানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে । গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের শুকুর বিশ্বাস এর পুত্র আনিচুর রহমানকে ফ্রি-ভিসা দেবার কথা বলে ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে নেয় ।পরে ভূয়া ইঞ্জনিয়র বানিয়ে আনিচুর কে ওমানে নেবার পর তাকে কাজ না দিয়ে এক রকম রাস-ায় ছেড়ে দেয়। সেখানে আনিছের ভগ্নিপ্রতির কাছে ৪ মাস থাকার পর শেষ পর্যন- খালি হাতে দেশে ফিরতে হয় তাকে । পিরোজপুর সদরের ডুমুরিতলা নিবাসী এনছান উদ্দিন হাওলাদারের পুত্র শহিদুল ইসলামকে ফ্রি ভিসার নামে ৩ ল টাকার বিনিময়ে ওমানে নিয়ে একটি কোম্পানীতে ৩-৪মাস কাজ করার পর মোট দেড় ল টাকা নিয়ে শহিদুলের বাড়ি পাঠানোর কথা বলে আত্মসাত করে নাছের।এ ব্যাপরে নাছেরে পিতা মোস-ফা হাওলাদার বিষয়টির সত্যতা আংশিক স্বীকার করেছে। ভূক্তভোগীরা এবং এলাকাবাসী স্বারীত আবেদনে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর হসপে কামনা করছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …