8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পীরগঞ্জে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং

পীরগঞ্জে বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং

বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর): বিদ্যুতের ভযাবহ লোড শেডিং এর কবলে পড়েছে পীরগঞ্জ । এ উপজেলার বিদ্যুত গ্রাহক গন ২৪ ঘন্টার মধ্যে নুন্যতম গড়ে ১৫/১৬ ঘন্টাই বিদ্যুৎ সুবিদা থেকে বঞ্চিত থাকছেন । সে সঙ্গে বিদ্যুৎ আসা-যাওয়ারও নেই কোন নিদৃষ্ট সময়। এ ছাড়া ৫/৬ ঘন্টা অন-র বিদ্যুৎ এলেও কোন সময় তা ১ ঘন্টাও স’ায়ী হয় না । সার্বিক এ পরিসি’তির কারনে পীরগঞ্জের সর্ব শ্রেণীর বিদ্যুত গ্রাহক মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে এবং তারা বেশ অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হচেছন ।
সংশ্লিষ্ট সুত্র জানায়, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-১ এর আওতায় পীরগঞ্জে প্রায় ৬০ হাজার সাধারন বিদ্যুত গ্রাহক ছাড়াও ১৭ শত এর অধিক কম্পিউটার ব্যবসায়ী , ছ-মিল, রাইচ মিল, বিদ্যুৎ চালিত ৯৪৭ টি গভীর-অগভীর নলকুপ সহ রয়েছে ক্ষুদ্র শিল্প কারখানা । এ ছাড়া চলছে বোরো ধান ক্ষেতে পুরো সেচ মরশুম
এ দিকে বিভিন্ন পর্যায়ের বিদ্যুত গ্রাহকদের অভিযোগে জানা গেছে সৃষ্ট বিদ্যুতের ভযাবহ লোড শেডিং এর কারনে এ উপজেলায় বিদ্যুৎ চালিত ৯৪৭ টি গভীর-অগভীর নলকুপ শুরুতেই ভয়াবহ লোডশেডিং-এর কবলে পড়েছে। রংপুর পল্ল্লী বিদ্যুৎ সমিতি-১ কতৃপক্ষের ঘোষনা মোতাবেক রাত ১১ পর থেকে ভোর পর্যন- নিরবিচ্ছিন্ন এবং পর্যাপ্ত বিদ্যুত ভোল্টেজ পাওয়ার কথা থাকলেও বাস-বতার সাথে কোন মিল নেই। দিনের বেলাতো থাকেই না রাতের অধিকাংশ সময়েও মিলেনা বিদ্যুৎ । ফলে সেচ অভাবে বেশীরভাগ বোরো জমিতে ফাটল ধরেছে। রাতে পাম্প চালানোর ভোল্টেজ ২৮০-৩০০ এর বিপরীতে সরবরাহ মাত্র ১৬০ ভোল্ট থাকায় পাম্পগুলোতে পানি উঠে না বলে বোরো চাষীরা জানায়।ফলে খাদ্য উদ্বৃত্তের এই উপজেলায় বোরো উৎপাদনে ধ্বস নামার আশংকা করছেন চাষীরা। এ ছাচা বিদ্যুতের এ নাজুক পরিষ্‌িখতির কারনে বিদ্যুত নির্ভব শীর ব্যাবসায়ীরা অধিকাংশ সময় হাত পা গুটে বসে থাকছেন দ্যিুতের আশায় ফলে তাদের ব্যাবসা ক্ষেত্রে চরম ধ্বস নেমেছে । বাসা বাড়ীতেও ছাত্র ছাত্রীদের লেখা পড়াও মারাত্বক ক্ষতিগ্রথ হচেছ । সাবিক এ নাজুক বিদ্যুত পরিসি’তিতে সর্ব মহল এ পরিসি’তির জরুরী অবসান চান । অন্যথায় বোরো উৎপাদন সহ সর্ব ক্ষেত্রে এর মারাত্বক বিরুপ প্রভাব পড়বে বলে অভিজ্ঝ মহল মনে করছেন ।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …