27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জর বেলকুচিতে বিদ্যু পৃষ্ঠ হয়ে এক যুকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, সোমবার বিকাল সোয়া ৫টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের দুলাল শেখের ছেলে সেলিম (২৮) নিজ এলাকার বাড়ীর পার্শ্বেই একটি গাছে খড়ি (মড়া ডাল) পাড়ার জন্য ওঠে। এসময় অসাবধনাবশত গাছের উপর দিয়ে টাঙ্গানো পল্লি বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে মাটিতে ছিটকে পড়ে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স’ানীয় বেলকুচি উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …