এনবিএন ডেক্স: নওগাঁ শহরের ডিগ্রী কলেজের মোড় এলাকায় ছোট যমুনা নদীর পাশ থেকে গত সোমবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদশীরা জানান, সোমবার সকাল সাড়ে টার দিকে নওগাঁ শহরের ডিগ্রী কলেজের মোড় এলাকায় টোকাইরা পরিত্যক্ত একটি কাগজের কার্টুনে ওই নবজাতকের লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবির এ প্রতিবেদককে জানান, লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাতের পর কেউ ওই শিশুর লাশ কার্টুনে প্যাকেট করে ফেলে রেখে গেছে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …