27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সাংবাদিক দম্পতি সাগর-রুনি’র খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে কুড়িগ্রামের সাংবাদিক সংগঠন সমুহের যৌথ কলম বিরতি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি’র খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে কুড়িগ্রামের সাংবাদিক সংগঠন সমুহের যৌথ কলম বিরতি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গতকাল সোমবার কুড়িগ্রামে অবস’ানরত সাংবাদিক সংগঠন সমুহ যৌথভাবে কলম বিরতি কর্মসূচি পালন করেছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনি’র খুনিদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবীতে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেয়া সাংবাদিক সংগঠনগুলি হচ্ছে- জেলা প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, জার্নালিষ্ট ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা।
কুড়িগ্রামের কলেজ মোড়স’ স্বাধীনতার বিজয় স-ম্ভের পাদদেশে চার সাংবাদিক সংগঠনের সাংবাদিকগন কলম বিরতি অনুষ্ঠানে অংশ গ্রহন করে। কলম বিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সামছুজ্জোহা সাজু চৌধুরী, জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ জিএম ক্যাপ্টেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম, এ আযম, সর্ব সাংবাদিক আবুল হোসেন বাবুল, আমানুর রহমান খোকন, রফিকুল ইসলাম, শাহ্‌ আলম, মোখলেছুর রহমান (ভুট্ট), নুরুল ইসলাম, মাহফুজার রহমান লিংকন, জিএম রাউফিন, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রহিম রিপন, রুহুল আমিন রুকু, ডাঃ আমিনুল ইসলাম, আনিছুর রহমান ও ফটো সাংবাদিক খাজা ইউনুস ইসলাম ঈদুল, রাশিদুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন- সরকার সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের সুষ্ঠু বিচার করতে ব্যর্থ হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …