সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মার্কিন রাস্ট্রদূত ড্যান মজিনা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ করার স্বার্থে দেশের বড় রাজনৈতিক দল গুলোকে সংলাপের মাধ্যমে তত্বাবধায়ক সরকার ইস্যুতে সমঝোতায় পৌছাতে হবে। তিনি রবিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ছোট কাওলিবেড় গ্রামে ইউএসআইডি’র সৌহার্দ্য-২ প্রকল্পের আওতাধীন ‘খাদ্য নিরাপত্তা প্রকল্প’ পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে মত বিনিময় শেষে এসব কথা বলেন। ইউএসএইড ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং কেয়ার ও স’ানীয় সরকারের বাস-বায়নে এই উপজেলার ২৬ টি গ্রামের ৪২শ পরিবারের সদস্যদের মাঝে কৃষি বিসয়ক উপকরণ, গবাদী পশু বিতরণ, স্বাস’্য সচেতন, শিশুর বিকাশ ও যত্ন, বাড়ীর ভিটি উচু করণ এবং গর্ভবতী ও প্রসূতীদের মাঝে খাদ্য বিতরণ করা হচ্ছে। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা প্রকল্প, সৌহার্দ্য ২ প্রকল্প রাজশাহী, রংপুর, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দুর্যোগপ্রবণ এবং নিরাপত্তাহীন এলাকার সবচেয়ে ক্ষতিপ্রবণ ও সুবিধাবঞ্চিত এলাকায় কাজ করছে। প্রায় ১ হাজার কোটি টাকার এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার পরিবারকে সহায়তা প্রদান করা হবে। ৫ বছর মেয়াদী প্রকল্প শুরু হয়েছে ২০১০ সালের ১লা জুন এবং শেষ হবে ২০১৫ সালের ৩১ মে। প্রকল্প এলাকা পরিদর্শন কালে মার্কিন রাস্ট্রদূতের পত্নী ক্রীস মজিনা, কেয়ার সিরাজগঞ্জ অঞ্চলের কো-অর্ডিনেটর খালেকুজ্জামান, ইউএসআইডি’র ডিপুটি ডাইরেক্টর শাহনাজ জাকারিয়া, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল চন্দ্র সরকার প্রমূখ উপসি’ত ছিলেন।
Home / জাতীয় সংবাদ / বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সিরাজগঞ্জে ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা প্রকল্প পরিদর্শন
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …