8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁর মান্দায় ইটভাঁটায় ট্রাক্টর উল্টে মাটির নীচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

নওগাঁর মান্দায় ইটভাঁটায় ট্রাক্টর উল্টে মাটির নীচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় উপজেলায় গত সোমবার সকালে একটি ইটভাঁটায় মাটি ভর্তি ট্রাক্টর উল্টে মাটির নীচে চাপা পড়ে দুই শ্রমিকের মর্মানি-ক মৃত্যু হয়েছে। মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী দুপুর ১২ টায় ঘটনাস’ল থেকে জানান, সকাল ৮ টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের এস,আর,বি ইটভাঁটায় শ্রমিকেরা একটি ট্রাক্টর ভর্তি মাটি ট্রাক্টর থেকে আনলোড করছিলেন। ট্রাক্টরের পিছনের একটি চাকা হালকা মাটির নীচে বসে গিয়ে মাটি ভর্তি ট্রাক্টরটি উল্টে যায়। ফলে মাটির নীচে ট্রাক্টরের চালক উপজেলার বৈলশিং গ্রামের ইয়াকুব আলীর ছেলে আতাব আলী (২৮) ও শ্রমিক জাহাঙ্গীর আলমের ছেলে কাউসার রহমান (২৬) চাপা পড়েন। অন্য শ্রমিকেরা আধাঘন্টা চেষ্টার পর ট্রাক্টরটি উল্টিয়ে মাটি সরিয়ে তাদেরকে উদ্ধার করে কালিকাপুর বাজারের ডাক্তার আক্কাস আলীর নিকট নিয়ে যায়। ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। উক্ত ইটভাটার মালিক ঐ এলাকার সাইদুর রহমান বলে জানা গেছে। খবর পেয়ে মহাদেবপুর-মান্দা সার্কেলের এ,এস,পি শরিফ উদ্দিন ঘটনাস’ল পরিদর্শন করেন। এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …