22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁ ভুঁয়া সাংবাদিক সেজে ব্যাংক থেকে দৈনিক ভোরের কাগজের বিজ্ঞাপনের টাকা উত্তোলন

নওগাঁ ভুঁয়া সাংবাদিক সেজে ব্যাংক থেকে দৈনিক ভোরের কাগজের বিজ্ঞাপনের টাকা উত্তোলন

এনবিএন ডেক্সঃ নওগাঁ জেলার রানীনগর থানার সোনালী ব্যাংক লিঃ এর শাখা থেকে এক প্রতারক ভূঁয়া সাংবাদিক সেজে গত ১৭ জানুয়ারী নিজেকে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধির পরিচয় দিয়ে ঐ পত্রিকার ১৩,৮৯০/- টাকা বেয়ারার চেকের (চেক নং ২৭২৩০৮৬) মাধ্যমে ব্যাংক থেকে উত্তোলন করেন। প্রকাশ থাকে যে, দৈনিক ভোরের কাগজ পত্রিকায় অর্থঋণ আদালতের একটি বিজ্ঞপ্তি বিল রানীনগর শাখার সোনালী ব্যাংকে জমা ছিল। যার বিল নং ৩১৬/১১ প্রকাশের তারিখ ১০/০২/১১ ইং পরে গত রবিবার নওগাঁ ভোরের কাগজের প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক উক্ত ব্যাংকে গিয়ে দাখিল কৃত বিলের খোঁজ খবর নিয়ে জানতে পারে ঐ বিলটি ইতি পূর্বে গত ১৭ জানুয়ারী ব্যাংক কর্তৃপক্ষ পরিশোধ করেছেন। এ বিষয়ে সাংবাদিক আবু বকর সিদ্দিক ঐ সোনালী ব্যাংকের শাখা ব্যবস’াপকের সঙ্গে চ্যালেঞ্জ করলে দেখা যায় বিলটি পে-অর্ডার এর মাধ্যমে পরিশোধ করা হয়েছে। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চাপ দিলে তখন তারা ০১৭১২৩৩৭২৬৭ নম্বর মোবাইলে ফোন করে জানতে পারে উক্ত বিলটি নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লার মৃত নাদেম আলীর ছেলে কথিত সাংবাদিক ওবায়দুল হক প্রতারনা করে দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে আত্নসাৎ করেছে। এ বিষয়ে উক্ত সাংবাদিক থানা এবং উর্দ্ধতন ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত প্রতারক ওবায়দুলহককে সু-কৈৗশলে ডেকে নিয়ে তার মটর সাইকেল বন্ধক রেখে উক্ত গ্রহণ কৃত টাকা আদায় করে দৈনিক ভোরের কাগজ বরাবরে গত সোমবার ডি ডি প্রেরণ করেন। উল্লেখ্য, উক্ত ওবায়দুলহক দীর্ঘ দিন থেকে নিজেকে দি ডেইলী অবজারভার (বিলুপ্ত) ও দৈনিক আজ ও আগামী কাল (বগুড়া) পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিভন্ন পত্রিকার বিল উত্তোলন করে আসছে। কিন’ প্রকৃত পক্ষে বর্তমানে তার কোন পত্রিকার পরিচয় পত্র নেই। এ কারনে তাকে নওগাঁ জেলা প্রেস ক্লাব থেকে ২০১২ সালের জেলা প্রেস ক্লাবের নির্বাচনী তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …