22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / পীরগঞ্জের আনসার সংগঠনে ক্ষোভ ও হতাশা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নিতীর অভিযোগ

পীরগঞ্জের আনসার সংগঠনে ক্ষোভ ও হতাশা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নিতীর অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিমাতা সুলভ আচরনের কারনে ঝিমিয়ে পড়েছে পীরগঞ্জের সুনাম খ্যাত আনসার সংগঠনটি । সংগঠনটির সদস্যদের মাঝে একদিকে যেমন চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে সে সঙ্গে উক্ত কর্মকর্তার বিভিন্ন অনিয়ম দুর্নিতীর কারনে সচেতন মহলও উদ্বিগ্ন হয়ে পড়েছে ।
সংশ্লিষ্ট সুত্র ও অভিযোগে জানা গেছে, পীরগঞ্জের প্রতিটি ইউনিয়নে রয়েছে ৩২ সদস্যর সমন্বয়ে একটি আনসার সংগঠন । আর এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন ১ জন আনসার কমান্ডার। এ হিসেবে পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নে মোট আনসার সদস্য সংখ্যা ৪ শত ৮০ জন । আর পুরো উপজেলার আনসার সদস্যের নেতৃত্বে রয়েছেন ১ জন কোম্পানী কমান্ডার ।
এ দিকে অভিযোগে জানা গেছে পীরগঞ্জের যে কোন নির্বাচন, পুজানুষ্টান সহ বিভিন্ন ক্ষেত্রে আইন শৃস্খলা পরিসি’তির উন্নয়নে সহায়ক বাহিনী দায়িত্ব পালনরত এ সংগঠনটি বর্তমানে অনেকটাই ঝিমিয়ে পড়েছে । পীরগঞ্জ উপজেলা আনসার ভি,ডি,পি কর্মকর্তা হিসেবে মাসুদ কামাল অত্র উপজেলায় যোগদানের পর থেকে যে কোন কর্মকান্ডে আনসার সদস্যদের উপেক্ষা করে ভি,ডি,পি‘র ইউনিয়ন দলপতিদের প্রাধান্য দিচেছন । ক্ষুদ্ধ আনসার সদস্যদের সঙ্গে উক্ত কর্মকর্তার সৃষ্টি হয়েছে এক ব্যাবধান ।
অপর দিকে উক্ত কর্মকর্তা ইউনিয়ন দলপতিদের সহযোগীতায় অনিয়ম ও দুর্নিতীর মধ্যে দিয়ে কাজ করে আসছেন । আর যে কারনে ইউনিয়ন দলপতিরাও বিভিন্ন অনিয়ম ও দুর্নিতীতে জড়িয়ে পড়ছেন । একাধিক অভিযোগে জানা গেছে , গ্রাম ভিত্তিক ভি,ডি,পি‘র মৌলিক প্রশিক্ষনের ক্ষেত্রে নির্দিষ্ট একটি গ্রামের ৩২ জন মহিলা ও ৩২ জন পুরুষের পৃথক পৃথক দল গঠন ও প্রশিক্ষন শেষে তাদের মাঝে সনদ বিতরনের নিয়ম থাকলেও পীরগঞ্জ উপজেলা আনসার ও ভি,ডি,পি কর্মকর্তা মাসুদ কামাল সংশ্লিষ্ট ইউনিয়ন দলপতির সহযোগীতায় বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর ফকিরা গ্রামে মৌলিক প্রশিক্ষনে চৈত্রকোল ইউনিয়নের চৈত্রকোল গ্রামের হাবিবুর রহমানের কন্যা ফরিদা বেগম, মদনখালী ইউনিয়নের খেতাবের পাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী কুলসুমা বেগম এর নামে সনদ প্রদান করেছেন। কুমেদপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে মৌলিক প্রশিক্ষনে পার্শ্ববর্তী মদনখালী ইউনিয়নের খেতাবের পাড়া গ্রামের আজিজুল হকের পুত্র জান্নাতুল ইসলামের নামে সনদ প্রদান করেন র্। এ ছাড়া ভেন্ডাবাড়ী ইউনিয়নের দলনেত্রী হিসেবে নিয়োগের অযুহাতে দলপতি নুরল ইসলামের মাধ্যমে ভেন্ডাবাড়ী গ্রামের হবিবর রহমানের কন্যা লায়লা আরজুমান্দ বানুর কাছে ৬ হাজার টাকা গ্রহন করে এখনও তা ফেরত দেননি । বিগত স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ অনুষ্টানে অংশ নেয়া ২২ জন আনসার সদস্যের প্রত্যেকের নামে ২’শ টাকা হারে বরাদ্দ থাকলেও আনসারদের মাঝে সে টাকা প্রদান করেননি ।গত ৭ ডিসেম্বর পীরগঞ্জে আনসার সমাবেশে আগতদের কাচ থেকে খরচের অজুহাতে প্রতেকের কাছ থেকে ২০ টাকা করে গ্রহন করেন । এতে আনসার সদস্যরা ক্ষুদ্ধ হন ।
পীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার এমন কর্মকান্ডে উপজেলা আনসার ও ভিডিপি এ ২ টি সংগঠনের মুল উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিযেছে বলে সংগঠন দু‘টির অনেকেই মনে করছেন । তারা এ পরিসি’তির জরুরী অবসান চান।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …