8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ নিরাপদ অভিবাসনের মাধ্যমে মানব পাচার প্রতিরোধের ফলে সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নওগাঁয় জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন শাহীন মনোয়ারা হক এমপি (তথ্য মন্ত্রণালয়ের স’ায়ি কমিটির সদস্য)। গতকাল বৃহস্পতিবার হোটেল যমুনার সম্মেলন কক্ষে ইউএসএআইডির উইনরক ইন্টারন্যাশনাল এর সহাযোগিতায় শিসউক এর আয়োজন করে। নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক তোফায়েল খান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পারভীন আকতার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক রহমান, শাপলা আদর্শ উন্নয়ন সংস’ার নির্বাহী পরিচালক মসিউর আলম চৌধুরী, আপোসের নির্বাহী পরিচালক শহীদুল আলম, আশ্রয় এর নির্বাহী পরিচালক আলো দাস, ইউনরক এর প্রশিক্ষণ সমন্বয়কারী সুলতানা রাজিয়া, শিসউক প্রশিক্ষক মোতাহারুল ইসলাম, সমন্বয়কারী জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …