পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরের প্রধান সড়কে ইট-বালুর গোলা করায় যানচলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে জনদুর্ভোগ,দর্ঘটনার শিকার হতে হয় যাত্রী সাধারনের।উপজেলার পিরোজপুর বালিপাড়া সড়কের জিয়ানগর বাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের একমাত্র সড়কের দু-পাশ দখল করে নির্মান সামগ্রী ব্যাবসায়ীরা ইট-বালু ও খোয়ার গোলা করায় যানবাহন চলাচলসহ যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।এই সড়ক দখল করে নির্মান সামগ্রী রাখায় প্রায়ই যানবাহন ক্রোস করতে এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ পথচারীদের চলাফেরা করতে দারুন দুর্ভোগে পড়তে হয়। ইট-বালু ও খোয়া ক্রেতারা সকাল থেকে ভ্যান,টমটম, ট্রলারে মাল লোড-আনলোড করার সময় সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি হয় এবং দুর্ঘটনার কবলে পড়তে হয় অনেককে। জিয়ানগর বাজার হতে এল জি ই ডি সেতু পর্যন- এসড়কে চার-পাঁচ জন ব্যাবসায়ী সড়ক দখল করে দীর্ঘদিন ধরে ব্যাবসা করলেও এ বিষয় প্রশাসনের কোন নজর নেই। সড়ক ও জনপথ বিভাগের তদারকি না থাকায় নির্মান সামগ্রী ব্যাবসায়ীরা অবাধে সড়ক দখল করে তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা জানান, স্থানীয়ভাবে সড়ক বিভাগের অনুমতি ছাড়াই ব্যাবসায়ীরা সড়ক দখল করে ব্যাবসা করছে। তবে তাদের বিষয় ব্যাবস্থা নেয়া হবে।
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …