পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে মদ, গাজা, জুয়া বন্ধ ও চুরি ডাকাতি রোধে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্তাশী জনকল্যান কলেজ মাঠে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিয়ানগর থানার পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গির হোসেন, প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, সমাজ সেবক মাওঃ এছাহাক আলী, আঃ মজিদ কাজী, ইউপি সদস্য আঃ গণি প্রমুখ। সভায় এলাকায় মদ, গাজা, চড়াসুদ, ইভটিজিং, চুরি ডাকাতি বন্ধে এলাকাবাসীকে সচেতন হওয়ার জন্য এ সভার আয়োজন করা হয়। সভায় জিয়ানগর থানার ওসি বলেন কোন দূষকৃতি কারী সহ যে কোন তথ্য গোপনে আমাদের কাছে দিলে আমরা ব্যবস’া নেব।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …