পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে পরিচয় বিহীন এক যুবতীকে ধর্ষন ও হত্যার ঘটনার ১ সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ হত্যাকান্ডের ক্লু উদঘাটন বা মৃতার পরিচয় নিশ্চিত করতে পারেনী । ফলে আদৌ এ হত্যা রহস্য উদঘাটন হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের সদ্য রোপনকৃত বোরো জমিথেকে পীরগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করে। শ্যামলা রং ও গোলাকার মুখাকৃতির অধিকারী মাঝাড়ী উচ্চতার অজ্ঞাত নামা ওই যুবতির পরনে হলুদ লেজ লাগানো গোলাপী রং এর স্যালোয়ার এবং খয়েরি ছাপা বোরখা ছিল। আনুমানিক ২০/২২ বছর বয়সী ওই যুবতীর লাশ বর্নিত স’ানে সদ্য লাগানো বোরো জমিনে উপর করে কাদায় মুখ-মন্ডল ডেকে ঢেকে রাখা ছিল। এলাকা বাসীর ধারনা দুর্বৃত্তরা ওই যুবতীকে অন্যত্র ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যার পর লাশ বর্ণিত স্থানে রেখে চলে যায়। ঘটনার দিন এলাকাবাসীর দেয়া সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার পূর্বক থানায় হত্যা মামলা , লাশের ময়না তদন্ত ও বেওযারিশ লাশ হিসেবে দাফনের ব্যাবস্থা করে ।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …