27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পীরগঞ্জে টি আর-কাবিখার ১৬৩ প্রকল্পের কাজ চলছে।

পীরগঞ্জে টি আর-কাবিখার ১৬৩ প্রকল্পের কাজ চলছে।

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলতি অর্থ বছরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ৪শ’২৪ মেঃ টন খাদ্যশস্য ব্যায়ে মোট ১শ’ ৬৩ টি প্রকল্প গ্রহন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস-বায়ন অফিস জনায়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসুচির (কাবিখা বিশেষ) বরাদ্দ ২শ’ ৫০ মে:টন চাউলের অনুকুলে ৪২ টি এবং টি,আর (সাধারন) বরাদ্দ ১শ’ ৭৪ মে:টন গমের অনুকুলে ১শ’২১টি প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রকল্প গুলো উপজেলার বিভিন্ন শিক্ষা, ধর্মীয় এবং জনকল্যানমুলক প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যায় করা হচেছ। উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা মোসফিকুর রহমান জানান, গৃহিত প্রকল্পের কাজ যথাযথ ভাবে চলছে। কাবিখার ৪২ প্রকল্পের কাজ সমাপ্তের পথে। টিআর প্রকল্পের ১শত ২১ প্রকল্পের ইতিমধ্যে ৭০/৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প গুলো সম্পন্ন হলে উপজেলার শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের যথেষ্ট উন্নয়ন সাধিত হবে ।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …