24 Boishakh 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৮ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বাবুল সভাপতি,সিদ্দিক মহাসচিব গফরগাঁওয়ে জিয়া ব্রিগেড এর কমিটি গঠিত

বাবুল সভাপতি,সিদ্দিক মহাসচিব গফরগাঁওয়ে জিয়া ব্রিগেড এর কমিটি গঠিত

এনবিএন ডেক্স: আতিকুল ইসলাম বাবুলকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট জিয়া ব্রিগেড গফরগাঁও উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা শাখা জিয়া ব্রিগেডের আহবায়ক ও হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর ও সাধারণ সম্পাদক অধ্যাপক এখলাসুর রহমান জুয়েল গত ১৫ ফেব্রুয়ারী বুধবার এই কমিটি অনুমোদন করেন। কমিটিতে অন্যান্যের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, ৪নং সালটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুর রহমান, সাইফুল ইসলাম, অহিদুজ্জামান, আফতাব উদ্দিন আকন্দ, শামছুল আলম। যুগ্ম-মহাসচিব হিসেবে রয়েছেন, রইছ উদ্দিন মেম্বার, আঃ রউফ, মফিজ উদ্দিন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মমিন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বাহার উদ্দিন, বাবুল মিয়া,অর্থ সম্পাদক শামছুল আলম কুদ্দুস,আইন বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম মেম্বার,প্রচার সম্পাদক মোঃ আঃ ছাত্তার,ক্রীড়া সম্পাদক মোঃ আবু রায়হান খান, আন-র্জাতিক সম্পাদক মোঃ রহিম মাষ্টার (বীরমুক্তিযোদ্ধা), পাইথল,সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া (অবঃ সেনাঃ), টাংগাব,সমবায় সম্পাদক মোঃ আঃ বাতেন (অবঃ বিডিআর), সালটিয়া,জনকল্যান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (মেম্বার), টাংগাব,জনসংযোগ সম্পাদক মোঃ মুর্শিদ (অবঃ সেনাঃ), উসি’,মিডিয়া সম্পাদক মোঃ আবুল কাশেম (বীরমুক্তিযোদ্ধা),আন্দোলন সম্পাদক মোঃ আবুল কালাম (বীরমুক্তিযোদ্ধা),(অবঃ সেনাঃ), মশাখালী,ছাত্র সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান, শিক্ষক, গফরগাঁও ধর্ম সম্পাদক মোঃ আলহাজ্ব আঃ করিম, রাওনা, শিক্ষা সম্পাদক মোঃ আবু সাঈদ (মেম্বার), দত্তেরবাজার,দূর্যোগ ও ত্রাণ সম্পাদক মোঃ আবুল কাশেম (বীর মুক্তিযোদ্ধা), মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, বারবাড়িয়া,মানবাধিকার সম্পাদক মোঃ নবী হোসেন, যশরা,সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ রইছ উদ্দিন, যশরা, প্রকাশনা সম্পাদক মোঃ দুলাল উদ্দিন, (অবঃ সেনাঃ),চরআলগী, আপ্যায়ন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (বাচ্চু), চরআলগী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সাবেক আরডিচির চেয়ারম্যান আলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, আবু সাঈদ মাষ্টার প্রমুখ।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …