কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ সাজেদুল করিম স্ত্রী হত্যার দায়ে এক জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন।
জানা যায়, উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গৌরি বল্লভ গ্রামের হাসেম আলীর কণ্যা এক সন-ানের জননী হাসনা খাতুন (২০) কে তার স্বামী একরামুল হক (২৫) গত ৪ জুন ০৭ইং গভীর রাতে শ্বাসরোধ করে হত্যা করে। এ বিষয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা হয়। যার নং- ০৯/০৭। জেলা ও দায়রা জজ দীর্ঘদিন শুনানির পর গতকাল বুধবার ঐ মামলার রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করেন আসামীর অপরাধ অনুযায়ী মৃত্যুদন্ড হওয়া বাঞ্চনিয়। কিন’ আসামীর বয়স ও দীর্ঘদিন হাজত বাস করায় বিশেষ বিবেচনায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদয়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় প্রদানের পর এক প্রতিক্রিয়ায় হাসেম আলী বলেন, আসামীর মৃত্যুদন্ড হলে ভালো হতো। তার পরেও আমি ন্যায় বিচার পেয়েছি।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …