22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় প্রবল খরা, আমন ধান ক্ষেত শুকিয়ে মরার উপক্রম

নওগাঁয় প্রবল খরা, আমন ধান ক্ষেত শুকিয়ে মরার উপক্রম

এনবিএন ডেক্স: নওগাঁ জেলায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত নেই। প্রবল খরা ও প্রখর রৌদ্রতাপে ক্ষেত-খামার, মাঠ-ঘাট পানি শূন্য অবস্থায়। সেই সাথে গরম আর রোদের তাপে জন-জীবন অতিষ্ট হয়ে উঠেছে। জেলার বরেন্দ্র অঞ্চলে এমনিতেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বৃষ্টিপাত অনেক কম। তাছাড়া এ জেলায় একমাত্র প্রধান ফসল ধান ক্ষেত বাঁচাতে কৃষকগণ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। একটানা বৃষ্টি বিহীন আর প্রখর রৌদ্রতাপে মাঠ-ঘাট অনেকটা পানি শূন্য হয়ে পড়েছে। উচু শ্রেণীর জমির ধান ক্ষেত ফেটে গেছে। একমাত্র পানির অভাবে ধান ক্ষেতে ইউরিয়া সার ও কীটনাশক প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া এ মৌসুমে রৌদ্রের তীব্রতা বা প্রখরতা বৃদ্ধি পাওয়ায় সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যনত্ম লোকজনের স্বাভাভিক চলাচল কষ্টদায়ক হয়ে পড়েছে। বৃষ্টির আশায় অনেক কৃষক দিন গুনলেও ফসল বাঁচানোর জন্য ক্ষুদ্র সেচ ব্যবস্থাগুলো চালু করেছেন। এদিকে এ সময় কৃষকদের ঘরে ঘরে অভাব বিদ্যমান। কারণ তাদের আমন ধানের পরিচর্যা ও সার-কীটনাষক জমিতে প্রয়োগ করতে কৃষকদের হাতে কিছুই থাকে না। তবুও ধার কর্য করে কিছু কিছু কৃষক ক্ষেত বাঁচাতে সেচের ব্যবস্থা করছেন।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …