8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / প্রচুর সম্ভবনা থাকা সত্ত্বেও নিয়ামতপুরে আজও গড়ে ওঠেনি কৃষিনির্ভর কোন শিল্প-কারখানা

প্রচুর সম্ভবনা থাকা সত্ত্বেও নিয়ামতপুরে আজও গড়ে ওঠেনি কৃষিনির্ভর কোন শিল্প-কারখানা

এনবিএন ডেক্স: নওগাঁর নিয়ামতপুর উপজেলা একটি কৃষিনির্ভর উপ-জেলা। এ উপজেলার আয়তন প্রায় ৪৪৯.১০ বর্গ কি: মি:। প্রায় ২ লাখ ৪০ হাজার জন অধ্যূষিত এ উপজেলায় শিক্ষিতের হার ২৮.৮ ভাগ। জন বসতি প্রতি বর্গ কি: মিটারে প্রায় ৪শ’ ৩০ জন। অতীতের নানা মূখি রাজনৈতিক প্রেক্ষাপট আর প্রশাসনিক অবহেলার জন্য এ উপজেলার আজো কোন কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে উঠেনি। অথচ এ এথলাকায় কৃষি নির্ভর শিল্প গড়ে উঠার প্রচুর সম্ভবনা রয়েছে। এখানে রয়েছে এলজিইডি নিয়ন্ত্রিত পানিব্যবস’াপনা সমবায় সমিতির কার্যালয়। ফলে খুব সহজেই কৃষকের উৎপাদিত ফসলকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে কৃষি নির্ভর শিল্প কারখানা। নিয়ামতপুর উপজেলা মূলত কৃষি নির্ভর উপজেলা। এ উপজেলায় কৃষি জমির মধ্যে ধান অন্যতম ফসল। আগে বৃষ্টিনির্ভর চাষাবাদের কারণে এ উপজেলার বছরে মাত্র ১টি ধান উৎপাদন হতো। বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের আওতায় এখন নিয়ামতপুরে বছরে ৩টি ফসল উৎপাদন হয়ে থাকে। বর্তমানে বিভিন্ন শাক-সবজি সহ আলু, গম, যব, ভুট্টা, সরিষা,তিশি সহ নানা ফসল উৎপাদিত হয় এই নিয়ামতপুরের মাটিতেই। কৃষি নির্ভর নিয়ামতপুর উপজেলায় প্রচুর সম্ভবনা থাকলেও এ উপজেলায় এখন পর্যন- পৃষ্ঠপোষকতার অভাবে কোন কৃষি ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠেনি। অথচ জেলা শহর নওগাঁ ও বিভাগীয় শহর রাজশাহীর সাথে নিয়ামতপুরের ভাল যোগাযোগ ব্যবস’া ইতোমধ্যে গড়ে উঠেছে। নওগাঁর মধ্যে নিয়ামতপুর উপজেলা এমন একটি উপজেলা যেখানে প্রতিটি গ্রামে খোঁজ করলে ২/৪ জন করে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কৃষক পাওয়া যাবে। এ সমস’ শিক্ষিত বেকার যুবকরা মনে করেন সরকারী পৃষ্ঠপোষকতায় এখানে কৃষি নির্ভর কলকারখানা সহ মৎস হ্যাচারী গড়ে উঠা সম্ভব। উপজেলার টগরইল গ্রামের কৃষক জালাল জানান, প্রয়োজনীয় পুজির অভাবে এখানে ইচ্ছা থাকলেও অনেকেই কোন শিল্প কারখানা গড়ে তুলতে পারেনি। তিনি আরো জানান সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিলে এ উপজেলায় কৃষি ভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠায় অনেকেই এগিয়ে আসবে। আর এভাবে শিল্প কারখানা প্রতিষ্ঠা হলে এলাকায় বেকারত্ব অনেক কমে যাবে বলেও তিনি মন-ব্য করেন। বরেন্দ্র খ্যাত নিয়ামতপুর উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের আওতায় হলেও এ উপজেলার সর্বত্র এখনো এলাকার অনেক অঞ্চলেই বছরে মাত্র ১টি ফসল উৎপাদিত হয়ে থাকে। এ কারণে ওই সকল এলাকার সাধারণ মানুষ কোন কাজ না থাকায় বছরে প্রায় ৫ থেকে ৬ মাস বেকার বসে সময় কাটায়। এলাকাবাসী মনে করেন, দেশকে স্বনির্ভর করতে বর্তমান গণতান্ত্রিক সরকারের সহজ শর্তে ঋণ প্রদান কর্মসূচীকে আরো সহজতর করলে, হয়তো উপজেলার বেকার শিক্ষিত ছেলেরা কৃষি নির্ভর শিল্প কারখানা প্রতিষ্ঠায় উৎসহি হবে। আর তা বাস-াবায়িত হলে অবহেলিতে নিয়ামতপুরের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়ে এলাকার হতাশাগ্রস- মাদকাসক্ত অনেকেই নতুন স্পৃহায় দেশ গঠনের দৃঢ় ভূমিকা রাখতে পারবে। এবিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সেল ফোনে কথা বললে তিনি সংশ্লিষ্ট বিষয়ের গুরুত্ব স্বীকার করেন এবং এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে তিনি অবগত করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …