8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / চট্টগ্রামে নিহত মাসুদ বিন হাবিবের জানাযায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজারো মানুষের ঢল

চট্টগ্রামে নিহত মাসুদ বিন হাবিবের জানাযায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজারো মানুষের ঢল

আজমিরীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:
চবিতে নিহত মেধাবী মাসুদ বিন হাবিবের জানাজায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ হাজারো মানুষের ঢল নেমেছে। গতকাল চট্টগ্রাম বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মেধাবী মাসুদের লাশ নিয়ে বাড়ী উদ্দ্যেশে রওয়া দিয়ে মাসুদের লাশ নিয়ে পৌছে রাত ৮টার দিকে। মেধাবী মাসুদের লাশ তার গ্রামের বাড়ী আজমিরীগঞ্জ পৌর এলাকার কুমারহাটীতে পৌছলে কান্নার রোল পড়ে যায়। আত্বীয় স্বজনদের কান্নায় আকাশ বাতাস বাড়ী হয়ে উঠে। গতকাল রাত ৯টার দিকে জানাযার নামাজ শেষে মাসুদ বিন হাবিবকে শরীফনগর পারিবাকি কবর স’ান দাফন করা হয়। জানাযা পরিচালনা করেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সাবেক এমপি মাও: ফরিদ উদ্দিন চৌধুরী। জানাযা পূর্বক এক সভা অনুষ্টিত হয় আজমিরীগঞ্জ ঈদগাহ ময়দানে। সভা শেষে শিবিরের নেতৃত্বে একটি মিছিল বের হলে আজমিরীগঞ্জ মধ্যে বাজারে এসে পৌছলে ওসি এনামুল হক্বের নেত্বত্বে একদল পুলিশ এসে মিছিল কারীদের ছত্রভঙ্গ করে দেন। জানাযা নামাজের পূর্বক সভায় বক্তাগণ বলেন,মাসুদের শহিদ হওয়ার প্রতিশোধ হত্যার মাধ্যমে নয় এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে নেয়া হবে। বক্তাগণ আরও বলেন,সারা বাংলাদেশে এপর্যন- মাসুদসহ ১৩৮জন জামাত-শিবির নেতা শহিদ হয়। পবিত্র শিক্ষাঙ্গনে মাসুদের মত আর যেন ছাত্রদের লাশ হয়ে না পড়তে হয় সে জন্য বর্তমান সরকারের অপকর্মের বিরুদ্ধে রূখে দাড়াতে হবে। মেধাবী মাসুদের মত শিবিরের নেতাকর্মীদের হত্যা জামাত-শিবিরের রাজনীতিকে রূখতে পারবেনা। সভা প্রত্যেক বক্তাগণ মাসুদ বিন হাবিবের আত্মার মাগফিরাত করেন এবং শোকসন-প্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এবং দোষিদের ফাঁিস দাবী জানান। সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় পরিষদের সদস্য এহসানুল মাহবুব যোবায়ের কেন্দ্রীয় ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক আতাউর রহমান বাচ্চু,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পাদক হাবিবুর রহমান,হবিগঞ্জ জেলা জামাতের আমীর কাজী মূখলিছুর রহমান,জামাত মৌলভী বাজারের আমীর আব্দুল মান্নান,সিলেট মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন,নরসিংদী আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ও নিহত মেধাবী মাসুদ বিন হাবিবের শিক্ষক মকবুল হোসেন,কিশোরগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি জহুরুল ইসলাম, হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি নজরুল ইসলাম,জামাত নেতা বানিয়াচং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। এছাড়াও সিলেট,ঢাকা,চট্টগ্রাম,নরসিংদী,কুমিল্লা জেলার জামাত-শিবিরের অসংখ্য নেতাকর্মী সমর্থকগণ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ হাজারো মানুষ উপসি’ত ছিলেন। সর্বশেষ বক্তব্য দিতে গিয়ে মাসুদের পিতা হাবিবুর রহমান কান্নায় ভেঙ্গে পড়েন এবং মাসুদের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে আধিপত্য বিস-ার নিয়ে এক ভয়াবহ সংঘর্ষ হলে আজমিরীগঞ্জ উপজেলার জামাত নেতা হাবিবুর রহমানের ছেলে মাসুদ বিন হাবিবসহ চট্টগ্রামের শিবিরের সাথী মোজাহিদুল ইসলাম নিহত হয়। মাসুদ বিন হাবিবের পরিবার সূত্রে জানা যায়,মাসুদ ৫ভাই ২বোনের সবার ছোট।মাসুদের প্রাথমিক শিক্ষা জীবন আজমিরীগঞ্জ শরীফসনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেষ করেন। কাকাইলছেও মমচাঁন আর্দশ দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় গোল্ডেন প্লাস পায়। নরসিংদী সরকারী আলীয়া মাদ্রাসায় আলীম পরীক্ষায় অংশ গ্রহন করেও গোল্ডেন প্লাস পায়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে ভর্তি হয়।

আরও পড়ুন...

নওগাঁর মান্দায় মসজিদের জমি জবর দখলের অভিযোগ

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণের …