পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ ডিজেল ও বিদ্যুতের মুল্য বদ্ধি এবং প্রতিকুল আবহাওয়ার কারনে চলতি মৌসুমে পীরগঞ্জে বোরো ধান উৎপাদন হুমকীর মুখে পড়েছে । কৃষকেরা হয়ে পড়েছে চিন-া গ্রস’ । ফলে চলতি মৌসুমে পীরগঞ্জে বোরো উৎপাদন লক্ষ্য মাত্রা অর্জন নিযে কৃষি বিভাগেরও অনেকে সংশয় প্রকাশ করেছেন ।
প্রাপ্ত তথ্য ও বেশ কিছু সংখ্যক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকেরা রোরো ঊৎপাদনের জন্য যথা সময়ে বীজ তলায় ধান বুনলেও গত ডিসেম্বরের শেষের দিকে প্রচন্ড কুয়াশা ও শৈত্য প্রবাহের কারনে বোরো চাষীদের অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে। অথচ এখন বোরো ধানের চারা লাগানোর ভরা মৌসুম। কৃষকরা জানায়, চলতি বোরো মৌসুমে প্রচন্ড শীত আর ঘন কুয়াশার কারণে বীজতলা তৈরীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হলেও বীজতলায় চারা নষ্ট হয়ে যাওয়ায় চারা সংকটের সৃষ্টি হয়েছে । বাধ্য হয়ে অধিক মুল্যে চারা সংগ্রহ করে জমি রোপনের চেষ্টা চলছে । এতেও তারা আশানুরুপ উৎপাদন করতে পাছেন না । উপজেলার পান’াপুকুর, হাজিপুর, কৃষ্টপুর, চকবর খোদা, শরীফপুর, হরিপুর, চৈত্রকোল, কাদিরাবাদ, রসুলপুর, দানিসনগর এলাকার প্রায় শতাধিক কৃষকের একই অভিমত । তারা জানায় তাদের বীজতলা তৈরীতে জমিতে বীজ ধান ছিটানোর ৫-৭ দিনের মধ্যে চারা বের হয়ে থাকে। কিন’ প্রকৃতির বৈরী আবহাওয়ায় বেশীরভাগ বীজ ধান গজায়নি। নতুন করে বীজতলা লাগালেও চারা পেতে নুন্যতম ৪৫ দিন সময় প্রয়োজন। এতে বোরো চাষ অনেক পিছিয়ে যাবে। আর এ কারনে তারা পনঃ চারা উৎপাদনের পদক্ষেপ নেননি। সার্বিক এ পরিসি’তিতে কৃষকেরা প্রয়োজন মত বোরো উৎপাদন করতে পারবে কি না এ ব্যাপারে সন্দিহান রয়েছে ।
এ ছাড়া ডিজেল ও বিদ্যুতের মুল্য বৃদ্ধিও কৃষকদের কে ভাবিয়ে তুলেছে । কারন বোরো উৎপাদনের ক্ষেত্রে এ জন্য কৃষকদের কে গতবারের চেয়ে অতিরিক্ত অর্থ ব্যায় করতে ব্যায় হবে ॥ এ ব্যায় নির্বাহ করতে অনেককে হিমশীম খেতে হবে । উপরোক্ত কারনে চলতি বোরো মৌসুমে পীরগঞ্জে কৃষি বিভাগ যে সাড়ে ২২ হাজার হেক্টর জমিতে বোরো উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারন করেছে বাস-ব্যে তাও সম্ভব হবে কি না এ নিয়ে কৃষি বিভাগেরও সন্দেহ রয়েছে । যদিও এ লক্ষ্য মাত্রা গত বারের চেয়েও ১ হাজার ৪ শত হেক্টর কম । তবে এ ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব হোসেন কৃষকদের পরামর্র্শ হিসেবে জানান, বীজতলার জমিতে সন্ধ্যার পর সেচের মাধ্যমে পানি দিয়ে পুরো বীজতলা ডুবিয়ে রাখলে এবং সকালে পানি সরিয়ে ফেলা হলে বীজতলা ক্ষতির সম্ভাবনা কম থাকে ্। এছাড়া পলিথিন বা কোনকিছু দিয়ে বীজতলা ঢেকে রাখলেও বীজতলার কোন ক্ষতি হবে না। পটাশ এবং সালফার সেপ্র করলেও ভাল ফল পাওয়া যাবে। কিন’ কৃষকদের কাছে এ পদ্ধতি আরও ব্যায় বহুল হওয়ায এ ক্ষেত্রে কৃষকদের আগ্রগ নেই বললেই চলে । সার্বিক পরিসি’তিতে পীরগঞ্জে গত বারের চেয়ে বোরো উৎপাদন যে অনেকটা হ্রাস পাবে তা অনেকটাই নিশ্চিত বলে কৃষক সংশ্লিষ্ট বিভাগ মনে করছেন ।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …