20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর বয়লারের বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ

নওগাঁর বয়লারের বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ

এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি গ্রামে নিয়ম বহির্ভূত ভাবে বয়লার (চালকল) নির্মাণ করে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে এলাকায় বসবাসকারী দুই শতাধিক পরিবারের একজন স্বাক্ষরিত অভিযোগপত্র জেলা প্রশাসক, পরিবেশ অধিদফতরসহ বিভিন্ন দফতরে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ জানা গেছে, নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লার এক বাসিন্দা মৃত এলাকায় বয়লারটি (চালকল) নির্মাণ করেন। এটি চালু হবার পর থেকে প্রতিনিয়ত ক্ষতিকর কালো ধোঁয়াও চুল্লির ছাইয়ে এলাকার প রিবেশ দারুন ভাবে নষ্ট হচ্ছে। নোংরা হয়ে থাকছে পুরো এলাকা। কালো ধোঁয়ার কারণে এলাকার পরিবশেসহ গাছে ফলমূল পাওয়া যায় না। ছাই ও বর্জ নিদিষ্ট স’ানে অপসারন করার কথা থাকলেও তা মানা হচ্ছেনা। চুল্লির উচ্চতা পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী কমপক্ষে ৩০ফুট থাকার নিয়ম থাকলেও আছে মাত্র ১০ ফুট। ফলে, কাপড় শুকানো, রান্নাসহ বিভিন্ন গৃহস’ালী কাজ ঘরের মধ্যে করতে হয়। বাইরে ছাইয়ের কারণে কোন কিছু করা যায় না। এলাকাবাসীদের অসুবিধার সৃষ্টি হচ্ছে। এমনকি চোখে বয়লারের ছাই পড়ে অনেকের চোখ নষ্ট হয়ে গেছে। এছাড়া পরিবেশে দূষণ, এলাকায় বসবাসকারী মানুষ ও গৃহপালিত পশু-পাখির কথা না ভেবে বয়লারের নোংরা পানি ও বর্জ্য পাশের বরুনকান্দি খালে ফেলছে। ফলে, আবাদি জমির সেচ হিসেবে ওই খালের পানি আর ব্যবহার করতে পারছেনা কৃষক। অন্যদিকে বয়লারের নোংরা পানি খালে নিষ্কাশনের ফলে এলাকাবাসী ওই খালের পানি গোসলসহ কোন কাজেই ব্যবহার করতে পারছেনা। অভিযোগে তারা আরও জানায়, খালের পানি ব্যবহার করে ইতোমধ্যে একাধিক ব্যক্তি অসুস’ হয়ে পড়েছেন ও বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। এলাকাবাসীরা পরিবেশ রক্ষার্থে কালো ধোয়া, বর্জ্য ও ছাইয়ের হাত থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস-ক্ষেপ কামনা করছেন।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …