20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মান্দায় উপজেলা নির্বচন অফিসারের ল্যাপটপ দিনে দুপুরে চুরির সময় চোর আটক

নওগাঁর মান্দায় উপজেলা নির্বচন অফিসারের ল্যাপটপ দিনে দুপুরে চুরির সময় চোর আটক

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দা উপজেলা নির্বচন অফিসারের ব্যবহৃত ল্যাপটপ অফিস চলাকালিন সময়ে চুরি করে নিয়ে যাওয়ার সময় ওই অফিসের পিয়ন জনতার সহযোগীতাই হাতে নাতে আটক করেছে ওই চোরকে। জানা গেছে, উপজেলা নির্বাচন অফিস চলাকালিন সময় অফিসে কেউ না থাকায় অফিসের ভিতর ঢুকে সুযোগ বুঝে ওই চোর তার পড়নের জামার চেইন যুক্ত জাকেটের ভিতর ঢুকিয়ে নিয়ে যাওয়ার সময় অফিস পিয়ন নজরম্নল তার গতিবিধি দেখে সন্দেহ হলে চ্যালেঞ্জ করে স’ানীয়দের সহযোগীতায় তার শরীর তলস্নাশি করে ল্যাপটপটি উদ্ধার করে তাকে নির্বচন অফিসে আটকিয়ে রেখে থানা পুলিশের নিকট সোপর্দ করে। আটককৃত চোর উপজেলার দেলুয়াবাড়ির মৃত ছলিমুদ্দিনের পুত্র ফয়জুল (২৮) বলে জানা গেছে। আটককৃত ওই চোর জানায় তার সঙ্গীয় চোর উপজেলার কিত্তলী গ্রামের ময়েজ উদ্দিনের পুত্র বিপুল টের পেয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …