পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার বেশীর ভাগ সড়কই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কৃষি নির্ভর বিশাল আয়তনের এ উপজেলার ৫ লক্ষাধিক মানুষ চরম বিপাকে পড়েছে । রাজনৈতিক বৈষম্যের শিকার উন্নয়ন বঞ্চিত পীরগঞ্জবাসী গত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আ”লীগ সভানেত্রীু শেখ হাসিনা কে বিপুল ভোটে নির্বাচিত করেন। পরবর্তিতে তিনি প্রধানমন্ত্রী হওয়ায় পীরগঞ্জবাসী নুতন করে স্বপ্ন দেখতে শুরু করেন। কিন’ দিন যতই গড়াচ্ছে পীরগঞ্জ বাসীর সেই স্বপ্ন ম্লান হচ্ছে। দীর্ঘ তিন বছরেও পীরগঞ্জে যোগাযোগ ব্যবস’ায় আশানুরুপ উন্নয়নের ছোঁয়া লাগেনি।
উপজেলা প্রকৌশল বিভাগ (এল,জি,ই,ডি) সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ৮‘শ ২৭ কিলোমিটার রাস-ার মধ্যে ইতিপুর্বে মাত্র ১‘শ ৭৭ কি.মি. পাকাকরন সম্পন্ন হয়েছিল । পাকাকরন এসব রাস-ার মধ্যেও প্রায় ৮৫ কি.মি. বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অথচ প্রতি ৩ বছর পর পর রাস-াগুলো সংস্কারের নিয়ম থাকলেও ৫/৬বছরেও এসবের সংস্কার করা হয়নি। উপজেলা সদরের প্রজাপাড়া গ্রামের বঙ্গবন্ধু স্কুল মোড় থেকে স্লুইচ গেট পর্যন- ১ কিলো মিটার রাস-ার পাকা করণের কাজ ৮ বছর আগে শুরু হলেও আজ অবধি তা শেষ না হওয়ায় বর্তমানে সে রাস-া দিয়ে চলাচল দুরুহ হয়ে পড়েছে॥পচার পাড়া-রসুলপুর বাজার পর্যন- রাস-ারও করুন অবস’া । এ ছাড়া গত তিন বছরে এ উপজেলায় যে ৫৩ কি.মি. রাস-া পাকা করণের কাজ হাতে নেয়া হয় তা এখনও শেষ তো হয়নি ঊপরন- নিম্নমানের কাজের কারনে সে গুলোতেও যাতায়াত দঃসাধ্য হয়ে পড়েছে । । রাস-া গুলোর সার্বিক এ অবস’াতে বর্ষা মওসুমে এ অঞ্চলের শিক্ষক, শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপসি’ত হতে পারছেন না ,জরুরী ভিত্তিতে কৃষকেরা ঊৎপাদিত পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যায় গুনছেন এবং গুরুতর অসুস’্য রোগীকে উপজেলা বা জেলা সদরের হাসপাতালে জরুরী ভিত্তিতে ভর্তির কোন উপায়ও থাকছে না । তাই প্রানি-ক চাষীদের হাত পাততে হয় দাদন ব্যবসায়ী কিংবা সুদ খোর মহাজনদের কাছে। এছাড়া উপজেলার প্রায় দেড় শতাধিক ব্রিজ-কালভার্ট দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে থাকলেও সে গুলো সংস্কার বা নির্মানের ঊদ্যেগ নেই। সামগ্রিক ভাবে এঊপজেলার মানুষ যোগাযো ব্যাবস’ায় চরম দুর্ভোগে পড়েছে । তারা জানেন না কবে এ দুর্ভোগের অবসান ঘটবে ।
আরও পড়ুন...
আঃলীগের খোলসে বিএনপির দাপটে প্রকৃত আঃলীগ কোনঠাসা নওগাঁয় অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কমিটি গঠনে অনিয়ম দূর্নীতির অভিযোগ
এনবিএন ডেক্সঃ নওগাঁয় অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কমিটি গঠনে ব্যাপক অনিয়মও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। …