এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা সুপারের ভূলের কারণে মেধাবী ছাত্রী নাজনীন দাখিল পরীক্ষা দিতে না পারার ঘটনায় শিক্ষা বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন পত্রিকায় ‘মহাদেবপুরে মাদ্রাসা সুপারের ভূলের কারণে দাখিল পরীক্ষা দেয়া হলো না মেধাবী ছাত্রী নাজনীনের’ শিরোনামে প্রকাশের পর শিক্ষা বিভাগে তোলপাড় শুরু হয়। সংবাপত্রে প্রকাশিত সংবাদের সূত্র ধরে গত কাল বৃহস্পতিবার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার রেজাউল করিম বিষয়টি তদন- করেন। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার রেজাউল কমির পরীক্ষা দিতে না পারা ছাত্রী নাজনীন, তার পিতা আনিছুর রহমান, উত্তরগ্রাম পলিপাড়া দাখিল মাদ্রাসার অভিযুক্ত সুপার মাহমুদুল হক, সহকারী শিক্ষক আঃ আলীম ও অফিস সহকারী আনিছুর রহমানের বক্তব্য রেকর্ড করেন। তদন্তকালে অভিযুক্ত সুপার, সহকারী শিক্ষ এবং অফিস সহকারী তাদের ভূলের কথা স্বীকার করেন। জানা গেছে, শিবরাপুর গ্রামের কৃষক আনিছুর রহমানের মেধাবী কন্যা নাজনীন উত্তরগ্রাম পলিপাড়া দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন- নিয়মিত লেখাপড়া করে আসছিল। দাখিল পরীক্ষার অংশ হিসেবে সে টেস্ট পরীক্ষাতে অংশ নেয় এবং ফরম পূরণের নির্ধারিত ফি জমা প্রদান করে। গত ২৯ জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হলেও নাজনীনকে প্রবেশপত্র দেয়া হয়নি। এ কারণে সে এবার দাখিল পরীক্ষা দিতে পারেনি। এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার রেজাউল করিম জানান, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …