22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর বদলগাছীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে ১৩মিনিট বিলম্বে প্রশ্নপত্র দেয়ায় কারণে ২ শিক্ষককে আজীবন বহিষ্কার

নওগাঁর বদলগাছীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে ১৩মিনিট বিলম্বে প্রশ্নপত্র দেয়ায় কারণে ২ শিক্ষককে আজীবন বহিষ্কার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে এসএসসি ও দাখিল পরীক্ষার ১ম দিন বাংলা পরীক্ষা শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। দাখিল পরীক্ষা কেন্দ্রে একটি কক্ষে পরীক্ষার্থীদের মাঝে ১৩ মিনিট পর প্রশ্নপত্র প্রদান করার দায়ে ২ শিক্ষককে আজীবন বহিষ্কার করা হয়েছে। জানা যায়, চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় বদলগাছী উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১৬৭জন। তার মধ্যে এসএসসি ১৫২২ জন এবং দাখিল ৬৪৫জন। উপজেলা সদরের ৩টি কেন্দ্রে বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়, বদলগাছী লাবন্যপ্রভা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসএস সি ও বদলগাছী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার পরীক্ষার ১ম দিন বদলগাছী সরকারি ডিগ্রি কলেজ মাদ্রাসা কেন্দ্রের বাংলা ১ম পত্রের পরীক্ষা শুরুর ১৩মিনিট অতিবাহিত হলেও ৩নং কক্ষে কর্তব্যরত কক্ষ পরিদর্শক আসাদুর রহমান ও সিরাজুল ইসলাম পরীক্ষার্থীদের প্রশ্নপত্র না দিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান কেন্দ্রে প্রবেশ করে ওই কক্ষের পরীক্ষার্থীদের বসে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন। যার ফলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান ওই ২শিক্ষককে কর্তব্যে অবহেলার দায়ে তাৎক্ষণিকভাবে কক্ষ থেকে সরিয়ে নিতে হল তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন এবং প্রশ্নপত্র প্রদানের ব্যবস’া করেন। এই আদেশের ফলে এই দুই শিক্ষককে আজীবনের জন্য বহিষ্কার করেন। এই আদেশের ফলে এই দুই শিক্ষক চাকরি জীবনে আর কোন পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। এ ঘটনা পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রকাশ হয়ে পড়লে ছাত্র/ছাত্রীর অভিভাবকরা চরম উদ্বিগ্ন হয়ে পড়েন এবং ওই কক্ষের ৩২ জন ছাত্র/ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার আশঙ্কা বোধ করছেন। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনরত উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোজাফ্‌ফর আহম্মেদের সাথে কথা বললে তিনি জানান, পরীক্ষ কেন্দ্রে কোন আলমিরা না থাকায় প্রশ্নপত্র নিয়ে অফিস কক্ষে বসে থাকার কারণে আমি বিষয়টি তদারকি করতে পারিনি। উল্লেখ্য, বহিষ্কারকৃত ২জন সহকারী শিক্ষক হচ্ছে উপজেলার ধর্মপুর আলিম মাদ্রাসার সিরাজুল ইসলাম ও মিঠাপুর আলিম মাদ্রাসার আসাদুর রহমান। এছাড়া পরীক্ষার ১ম দিনে কোন ছাত্র/ছাত্রী বহিষ্কার হয়নি।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …