এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে এস এস সি পরীড়্গা হলে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি নির্বাহী ম্যাজিষ্ট্রেট শংকর বিশ্বাস। ধামইরহাটে ৩টি কেন্দ্রে এস এস সি, দাখিল ও ভোকেশনাল পরীড়্গা চলাকালে ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক আব্দুলস্নাহ হামিদী ও সাংবাদিক আবুমুছা স্বপন ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে উপসি’ত হলে, কেন্দ্রে উপসি’ত নির্বাহী ম্যাজিষ্ট্রট শংকর বিশ্বাস সাংবাদিকের পরিচয় জেনে বলেন, “সাংবাদিকদের পরীড়্গা কেন্দ্রে প্রবেশের কোন আইন নাই, কেন্দ্রে প্রবেশ করে ১৪৪ ধারা ভঙ্গ করেছেন।” স’ানীয় ইউএনও মিজানুর রহমানের অনুমতি নিয়ে প্রবেশের কথা জানালে, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শংকর বিশ্বাস বলেন, ‘এটাও ঠিক নয়।’ বিভিন্ন মিডিয়ায় পরীড়্গার্থীদের ছবিসহ খবর প্রকাশ হয় এটা কি জানতে চাইলে তিনি এটাকেও বেআইনী এবং কর্তৃপড়্গের কন্সিডার বলে জানান এবং তিনি আরও বলেন , “ আমি ৫ বছর সাংবাদিকতা করেছি এবং আমরা সাংবাদিক জন্ম দেই।” এ সময় মাধ্যমিক শিড়্গা অফিসার আহাদ আলী, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক ও কেন্দ্র সচিব আব্দুর রহমান প্রমুখ উপসি’ত ছিলেন। বিষয়টি ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মিজানুর রহমান সরকারকে অবহিত করলে তিনি আইনী বিধি নিষেধের কথা স্বীকার করেন এবং সুষ্ঠভাবে পরিড়্গার জন্য স’ানীয় ভাবে কিছু ব্যবস’া নিতে হয় বলে তিনি জানান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শংকর বিশ্বাসের এমন উক্তিতে স’ানীয় সাংবাদিকগণ ড়্গোভ প্রকাশ করেন। ধামইরহাটে সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, চকময়রাম উচ্চ বিদ্যালয় ও ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় মোট ৩ টি কেন্দ্রে এস এস সি, দাখিল ও ভোকেশনালে মোট ১ হাজার ৩ শত ৯৪ জন পরীড়্গার্থী পরীড়্গায় অংশ গ্রহণ করে।
Home / শিক্ষা / নওগাঁর ধামইরহাটে পরীক্ষা কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক সাংবাদিকদের প্রবেশে বাধা
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …