এনবিএন ডেক্স: সারা দেশে আগামী ১ ফেব্রম্নয়ারি থেকে শুরম্ন হচ্ছে আসন্ন এস এস সি, দাখিল, ভোকেশনাল পরীড়্গা। এবার নওগাঁর মান্দাতে ৭টি কেন্দ্রে এস এস সি, দাখিল, ভোকেশনাল পরীড়্গায় মোট ৪হাজার ১’শ ৮৫জন পরীড়্গার্থী পরীড়্গায় অংশগ্রহণ করছে বলে অফিসসূত্রে জানা গেছে।
নকল মুক্ত, সুষ্ঠ ও শানিত্মপূর্ণ পরিবেশে পরীড়্গা গ্রহণের লড়্গ্যে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার মুন্সি মনিরম্নজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আশেক হাসান, উপজেলা মাধ্যমিক অফিসার নুর এ আলম প্রত্যেক কেন্দ্রের সচিবসহ পরীড়্গার সঙ্গে সংশিস্নষ্টদের নানা দিক নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে। ৭টি কেন্দ্রের মান্দা এস সি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোটগাড়ী শহিদ মামুন হাই স্কুল ও কলেজ, কালিগ্রাম, পাকুড়িয়া, নবগ্রাম, বালুবাজার, সাহাপুর ডি এ, বৈদ্দিপুর, বানডুবি, ভালাইন, লড়্গিরামপুর, বিল করিল্যা, কয়াপাড়া কামার কুড়ি, শিশইল, মহাদেবপুর থানার পাটাকাটা, মালঞ্চী উচ্চ বিদ্যালয়সহ ১৭টি স্কুলের ছাত্রছাত্রী এবং মান্দা মুমিন শাহান ডিগ্রি কলেজ ভ্যেনু কেন্দ্রে মান্দা এস সি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ৯৪জন ছাত্র ছাত্রী, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দড়্গিণ মৈনম, গোয়ালমান্দা, কালিকাপুর, চককালিকাপুর, জোতবাজার বালিকা বিদ্যালয়, কুশুম্বা ডিপিবি, চকউমেদ, চক রঘুনাথ, গোপালপুর চকগোরী, বাথইল গোপাল প্রাং, ভারশোঁ, সাহাপুর এ এম বালিকা, বিষ্ণপুর চকশৈল্যা, বিল বয়রা উচ্চ বিদ্যালয়সহ ১৪টি স্কুলের ৪’শ ২৫ জন ছাত্রছাত্রী, গোটগাড়ী শহিদ মামুন হাই স্কুল ও কলেজ কেন্দ্রে কৃষ্ণ গোপালপুর, গোবিন্দপুর, সতিহাট কেটি, কাঞ্চন দ্বিমুখী, মটগাড়ী, বুড়িদহ, নুরম্নল্যাবাদ, চকউলি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং জিএস বালিকা বিদ্যালয়সহ ৯টি স্কুলের মোট ৪১১জন জন ছাত্রছাত্রী, চকউলি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তুড়-ক বাড়িয়া, দাসপাড়া, কশব, ফতেপুর, পিকেএ, ড়্গুদ্রবান্দাইখারা, মৈনম বহুমুখী, চককামদেব বালিকা, মৈনম বালিকা উচ্চ বিদ্যালয় এবং নওগাঁ সদরের স্কুল ভীমপুর বহুমুখী, ভীমপুর বালিকা, বটতলী বালিকা, কাটখইর, হাসাইগাড়ী, বড়খোল উচ্চ বিদ্যালয়সহ ১৬টি স্কুলের মোট ৫৬৪ জন ছাত্রছাত্রী এবং ভোকেশনালের ভ্যেনুকেন্দ্র চকউলি কাউমি মাদ্রাসায় চকইসলামপুর, চকউলি বহু মুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ জন ছাত্রছাত্রী, রেবা আখতার আলিম মাদ্রাসা এবং তার ভ্যেনু কেন্দ্র ইনডেক্স টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে কেন্দ্রে এলেঙ্গা ইসলামিয়া, মীরপুর, ইনায়েতপুর জোয়াদ্দারপাড়া, দুসতি, হলুদঘর মহিলা, বড় বেলাল দহ ফাজিল, মজিদপুর ফাজিল, পরানপুর কামেল মাদ্রাসা, চকদেবিরাম আলিম, কালিকাপুর আলিম, পারইল আলিম, বানিসর, ভাশোঁ ইসলামিয়া, চকহরিনারয়ন, দাসপাড়া আলিম, দেউল দূর্গাপুর আলআরাবিয়া, ফতেপুর, জামদই আলিম, কুশুম্বা শাহি, নহরা কালুপাড়া, রেবা আখতার আলিম, সিংগা বালুকা, পীড়াকৈর, রামনগর, জাফরাবাদ আদর্শ, দেলুয়বাড়ি, চকবাদবন বৈলশিং, গোয়ালমান্দা খোরার ঘাট, তড়-কগ্রাম, গাইহানা মহিলা, চককানু মহিলা, কুড়িয়াপাড়া, চকমানিক চকশ্রীকৃষ্ণ, চকরঘুনাথ, কোচরা, গাড়িড়্গেত্র, পলাশবাড়ি, ছোটচকচমপক, গোবিন্দপুর, দড়্গিণ মৈনম, নীমবাড়িয়া দাখিল মাদ্রাসাসহ ৪১টি মাদ্রাসার ১ হাজার ৮৬ জন ছাত্রছাত্রী, নতুন কেন্দ্র সাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মান্দা এস সি পাইলট, পরানপুর, কোচড়া বাদলঘাটা, আলালপুর হাজি শেখ, আয়রপাড়া, মসিদপুর, তেঁতুলিয়া ডিবি, একরম্নখি, ছোমুলস্নুক বালিকা, চকগোবিন্দ আদর্শ, চকগোপাল, মহানগর বালিকা উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়সহ ১৩টি স্কুলের ৫’শ ২৩জন জন ছাত্রছাত্রী পরীড়্গায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …