এনবিএন ডেক্সঃ নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে মুচীপাড়া মোড় নামক স’ানে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাসের চাপায় ভ্যানের চালকসহ ৪জন নিহত ও ৩জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস’ায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ও সড়ক অবরোধ করে রাখে। নিহতরা হলো সদর উপজেলার হাপানিয়া গ্রামের আকবর আলীর ছেলে ভ্যান চালক মোসলেম উদ্দীন (৫৫) ও কোমাইগাড়ী ্রগামের আব্দুল জব্বারের ছেলে ভ্যান যাত্রী যুবক মুকুল (২০)। অন্য ২জনের পরিচয় গতরাতে এখবর লেখা পর্যন- পাওয়া যায়নি। আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (৩২) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সে সদর উপজেলার তারতা গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে। স’ানীয়রা জানান, ‘‘পথের সাথী মিথিলা’ নামে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস (পাবনা জ-০৪-০০০৬) বিপরীত দিকে থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস’লেই ১মহিলা ও ২পুরুষ নিহত হয়। আহত ৪জনকে গুরুতর অবস’ায় নওগাঁ সদর হাপসাতালে ভর্তি করা হলে ১ অজ্ঞাত মহিলার মৃত্যু হয়। নওগাঁ সরদ থানার পরিদর্শক (ওসি) আমিনুর রহমান জানান, লাশ উদ্ধার ও পরিসি’তি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস’লে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …