23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / চল্লিশ বছর পর একটি সেতুর স্বপ্ন পূরণ হলো ২০ গ্রামের মানুষের

চল্লিশ বছর পর একটি সেতুর স্বপ্ন পূরণ হলো ২০ গ্রামের মানুষের

এনবিএন ডেক্সঃ স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর মহাদেবপুর ও বদলগাছী উপজেলার ২০ গ্রামের মানুষের কাঙ্খিত কালমা বিলে একটি সেতুর স্বপ্ন পূরণ হলো। এ বিলে একটি সেতুর অভাবে দুই উপজেলার ২০গ্রামের লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ সেতু নির্মাণ নিয়ে দীর্ঘ ৪০ বছর ধরে রাজনৈতিক নেতাদের নানা প্রতিশ্রতি মিললেও মিলেনি বাস-ব উদ্যোগ। অবশেষে বর্তমান মহাজোট সরকার এলাকাবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা পুরণে এ ব্রিজ নির্মাণে উদ্যোগ নেয়। এলাকার আওয়ামী লীগ দলীয় এমপি ড. আকরাম হোসেন চৌধুরী তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে এ ব্রিজটি নির্মাণেল উদ্যোগ নেন। গত বছরের ১৭ ডিসেম্বর এই ব্রিজটির বিত্তিপ্রস’র স’াপন করেন ড. আকরাম হোসেন চৌধুরী এমপি। এলাকাবাসী জানান, এ ব্রিজটি নির্মিত হওয়ায় মহাদেবপুর উপজেলার ছিলিমপুর, নাউরাইল, কুন্দনা, পাইকর, বামনকুড়ি, গয়েসপুর, মথুরাপুর অষ্ট্রমাত্রায়, সুবল, নান্দাস, কাদাইল এবং বদলগাছী উপজেলার আবাদপুর, ভাতসাইল, চাকরাইল, চান্দের পাড়া, গোল্লা ও পয়নারী গ্রামের প্রায় ল্‌ষাধিক লোকের দীর্ঘ দিনের যাতায়াত ব্যবস’ার দুর্র্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি দীর্ঘ ৪০ বছর এলাকাবাসীর যে দাবি করে আসছিল তা পূরণ হলো। ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের অর্থায়নে ব্রিজটি নির্মিত হচ্ছে। মহাদেবপুর উপজেলার প্রকল্প বাস-বায়ন কর্মকর্তঅ সালাহউদ্দীন-আল-ওয়াদুদ জানান, ৮০ ফিট দীর্ঘ এই ব্রিজটির নির্মাণ ব্যয় হয় ৩৮ লাখ ৪ হাজার টাকা।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …