8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / চল্লিশ বছর পর একটি সেতুর স্বপ্ন পূরণ হলো ২০ গ্রামের মানুষের

চল্লিশ বছর পর একটি সেতুর স্বপ্ন পূরণ হলো ২০ গ্রামের মানুষের

এনবিএন ডেক্সঃ স্বাধীনতার দীর্ঘ ৪০ বছর পর মহাদেবপুর ও বদলগাছী উপজেলার ২০ গ্রামের মানুষের কাঙ্খিত কালমা বিলে একটি সেতুর স্বপ্ন পূরণ হলো। এ বিলে একটি সেতুর অভাবে দুই উপজেলার ২০গ্রামের লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ সেতু নির্মাণ নিয়ে দীর্ঘ ৪০ বছর ধরে রাজনৈতিক নেতাদের নানা প্রতিশ্রতি মিললেও মিলেনি বাস-ব উদ্যোগ। অবশেষে বর্তমান মহাজোট সরকার এলাকাবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা পুরণে এ ব্রিজ নির্মাণে উদ্যোগ নেয়। এলাকার আওয়ামী লীগ দলীয় এমপি ড. আকরাম হোসেন চৌধুরী তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে এ ব্রিজটি নির্মাণেল উদ্যোগ নেন। গত বছরের ১৭ ডিসেম্বর এই ব্রিজটির বিত্তিপ্রস’র স’াপন করেন ড. আকরাম হোসেন চৌধুরী এমপি। এলাকাবাসী জানান, এ ব্রিজটি নির্মিত হওয়ায় মহাদেবপুর উপজেলার ছিলিমপুর, নাউরাইল, কুন্দনা, পাইকর, বামনকুড়ি, গয়েসপুর, মথুরাপুর অষ্ট্রমাত্রায়, সুবল, নান্দাস, কাদাইল এবং বদলগাছী উপজেলার আবাদপুর, ভাতসাইল, চাকরাইল, চান্দের পাড়া, গোল্লা ও পয়নারী গ্রামের প্রায় ল্‌ষাধিক লোকের দীর্ঘ দিনের যাতায়াত ব্যবস’ার দুর্র্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি দীর্ঘ ৪০ বছর এলাকাবাসীর যে দাবি করে আসছিল তা পূরণ হলো। ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের অর্থায়নে ব্রিজটি নির্মিত হচ্ছে। মহাদেবপুর উপজেলার প্রকল্প বাস-বায়ন কর্মকর্তঅ সালাহউদ্দীন-আল-ওয়াদুদ জানান, ৮০ ফিট দীর্ঘ এই ব্রিজটির নির্মাণ ব্যয় হয় ৩৮ লাখ ৪ হাজার টাকা।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …