15 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ২৯ মার্চ ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর মান্দায় খরস্রোতা আত্রাই নদীর বুকে এখন সবুজের হাতছানি।

নওগাঁর মান্দায় খরস্রোতা আত্রাই নদীর বুকে এখন সবুজের হাতছানি।

এনবিএন ডেক্সঃ বৃহত্তর নওগাঁর বৃহত্তম মান্দা উপজেলার উপর দিয়ে প্রবাহিত এককালের খরস্রোতা আত্রাই নদীর জোয়ারে পার উপচে পানি প্রবাহিত হত। কালের আর্বতনে নদীর নাব্যতা এখন হারিয়ে যাচ্ছে। যে নদীতে বছরের বেশি ভাগ সময়ই পানি থাকতো। নদীর দু’পাড়ের মৎসজীবীরা মনের আনন্দে মেতে উঠতো মাছ শিকারে। প্রসাদপুরের চকরাজাপুর ও কুশুম্বার মাইদাকোলা বিলের কই, শিং, মাগুর, টাকি, শোল, মলা-ঢেলা, চান্দা খলিশা, আত্রাই নদীর বোয়াল, আইড়, বাইন(বাইম), টেংরা, পুঁটি মাছের কথা এলাকার কার না জানা ছিল। কিন’ সে নদীতে মাছ তো দুরের কথা পানিই থাকেনা। নদীর তলদেশ পযনর্- শুকিয়ে যাচ্ছে। আত্রাই নদী পূর্বপারের প্রসাদপুর গ্রামের বাসিন্দা মোঃ নূরুল ইসলাম জানান, বহুকাল হলে আত্রাই নদী একবারও খনন বা ড্রেজিং হয়নি। নদীর দু’পাড় ভেঙ্গে ভেঙ্গে নদীতে পড়ে নদীর বুকে চর জাগছে। ফলে নদীর পানি শুকিয়ে যাচ্ছে সময়ে অসময়ে। আর এলাকার ভূমিহীন কৃষক নদী পাড়ের বাড়ি ভিটা ভাঙ্গা জমির মালিকরা নদীর বুকে ধানের চারা থেকে শুরু করে রীতিমত ধান রোপন করে যাচ্ছেন বছরের পর বছর ধরে। পুরো নদী জুড়ে এখন সবুজের সমারোহ। যেন সবুজের ঢেউ খেলে যাচ্ছে। যে নদীতে মাছ ধরতো এলাকার মানুষ সে নদীতে এখন চাষাবাদ করছে তারা। সরেজমিন আত্রাই নদী ঘুরে দেখা যায়, মৎসজীবীরা ও দু’পাড়ের বাসিন্দারা জালের পরিবর্তে নদীতে চাষাবাদ নিয়ে ব্যস- সময় পার করছেন। নদীর পূর্ব পাড়ের কৃষক নওশাদ আলী জানান, তার নিজের কোন জমি না থাকায় নদীর পাড়ে বোরো ধানের চারা লাগিয়েছেন। একই গ্রামের কৃষক সাইফুল,আলমঙ্গীর,আব্দুল ফকির,মাইনুর মন্ডল বলেছেন, আশ্বিন মাসে জমিতে আউশ ধান থাকায় তাদের বোরো ধানের চারা লাগানোর জায়গা থাকে না। আশ্বিন মাসে এ নদীর পানি শুকিয়ে গিয়ে নদীর দু’কুলে বড় বড় চর জেগে ওঠে। ফলে নদীর পাড়ের বাসিন্দা ও ভূমিহীন কৃষকরা নদীর বুকে জমি তৈরী করে আবাদ যোগ্য করে গড়ে তোলে। কার্তিক মাসে বোরো ধানের চারা লাগানো হয় এবং মাঘ মাস পর্যন- চারা নদীর দু’পাড়ের চরেই থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, আত্রাই নদীর উভয় পাড়ের প্রায় ৩০/৩৫গ্রামের কৃষক ও ভূমিহীন কৃষকরা নদীর পানি শুকিয়ে গেলে নদীর চরকে ধানের চারা ও বোরো ধান লাগানোর জন্য বছর বছর ধরে তারা কাজে লাগাচ্ছে। এছাড়া সার-সেচ ও খরচ কম বলে এ ফসল চাষাবাদে কৃষকরা বর্তমানে অধিক হারে ঝুঁকে পড়েছে। তাছাড়া উভয় পাড়ে টমেটো,করল্লা,মিষ্ট আলু,কালাই,গম,সরিষা ইত্যাদি চাষাবাদ হচ্ছে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ এ প্রতিবেদক কে জানান, মান্দা উপজেলার আত্রাই নদীর উজানে বানডুবি হতে ভাটির দিকে মিটা পুকুর হতে প্রায় ৩০/ ৩২ কিলোমিটার নদীর সীমানায় দু’পাড়ের চরে প্রায় ১শত হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হচ্ছে।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …