এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে শিশু শ্রমিকের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন সহ বিভিন্ন স’ানে কলকারখানা, হোটেল রেস্তারা,চায়ের দোকান, ইট পাথর ভাঙ্গা ইটাখোলায়, ওয়েলডিং কারখানা ছাড়াও রিকশা ভ্যান চালানোর মত কঠিন শ্রমে নিয়োজিত রয়েছে প্রায় ১ হাজার শিশু। এসব শিশুর বয়স ১০ থেকে ১২ বছর। এ বয়সে এসব শিশুর হাতে থাকার কথা ছিল বই, খাতা, কলম। কিন’ নিয়তি এবং আইন না মানার প্রবণতার কারণে স্কুলে যাওয়া আসা এবং খেলাধুলা থেকে দূরে পড়ে আছে এসব শিশুরা। তবে শিশুদেরকে কঠিন শ্রমে নিয়োজিত করার পেছনের কারণ সংসারের অসচ্ছলতা কারো কারো অভিভাবক না থাকা এবং অসচেতনা। হোটেলে বয়ের কাজ করা ধামইরহাট পৌর সদরস’ ৩নং ওয়ার্ডবাসী শিশু ফিরোজ হোসেন জানায় সংসারের অসচ্ছলতার কারনে সে স্কুল বাদ দিয়ে স্টলে কাজ নিয়েছে। ফিরোজ হোসেন আরো জানায় সে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০ টা পর্যন- কাজ করে। বিনিময়ে পায় তিন বেলা খাবার এবং মাসে ৬শ’ টাকা বেতন পায়, যা বর্তমানে অতি নগন্য। সে ৪র্থ শ্রেণী পর্যন- লেখাপড়া করার সুযোগ পেয়েছিল। অর্থের অভাবে ফিরোজের মত হাজারো শিশুরা সু-শিড়্গা থেকে একদিকে যেমন চরমভাবে বঞ্চিত হচ্ছে অপরদিকে পরিবারের অস্বচ্ছলতার কারণে অনেক স্কুলগামী শিশু ছাত্র শিড়্গার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবে গ্রাম পর্যায়ে পিতার মাতার অসচেতনার জন্য কিছু শিশু শিড়্গার্থী বিদ্যালয় থেকে ঝড়ে পড়ছে বলে অভিজ্ঞ মহল মত পোষন করেন। সনত্মানদের শিড়্গিত করে গড়ে তুলে শিড়্গিত সমাজে প্রতিষ্ঠিত করতে একমাত্র পিতা-মাতার সদিচ্ছাই যথেষ্ঠ।
আরও পড়ুন...
নওগাঁয় বাস ডাকাতির ৬ ডাকাত গ্রেফতার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ও পাবনায় বাস ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে …