এনবিএন ডেক্স: উত্তরাঞ্চলের খাদ্য শষ্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলার ধামইরহাট বরেন্দ্র অঞ্চলের ৮টি ইউনিয়নের কৃষকগণ ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহে কনকনে শীত উপেড়্গা করে বোরো চাষে ব্যসত্ম সময় কাটাচ্ছে। এবার রোপা আমন ধানের ফলন ভাল পেলেও ধানের উপযুক্ত দাম না পাওয়ায় বর্তমান কৃষকগন লোকসানের মুখে পড়ছেন। এ লোকসান কাটিয়ে উঠার লড়্গ্যে বুকভর আশা নিয়ে বরেন্দ্র কৃষকেরা এবার অধিক পরিমান জমিতে বোরো চাষের ব্যাপ্ক প্রস’তি নিয়ে মাঠে নেমেছে। গভীর নলকূপ গুলি এখনো পুরোপুরি চালু না হলেও অনেক মাঠে শ্যালো মেশিন বসিয়ে বোরো চাষ শুরম্ন করেছে। বরেন্দ্র অঞ্চল ধামইরহাট, পত্নীতলা, সাপাহার ও মহাদেবপুর সহ সকল উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সর্বত্রই বোরো চাষের ধুম পড়েছে। চলতি বোরো মৌসুমে বিদ্যুতের লোড শেডিং, সার, ডিজেল সহ কীটনাশকের দাম বৃদ্ধিতে কৃষকগণ চরম ভাবনায় পড়েছেন এবং ডিজেলের দাম কয়েক দফা বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া পরিবেশ অনুকুলে না থাকলে সফল ভাবে বোরো চাষ ব্যাহত হওয়ার আশংকায় রয়েছেন এ অঞ্চলের কৃষকগণ। তাছাড়া গ্রাম অঞ্চলের ডিজেলের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অনেক কৃষকের অভিযোগ রয়েছে। অনেক কৃষকই শেষ সম্বল বিক্রি বোরো চাষে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বরেন্দ্র অঞ্চলের ১১টি উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৬২৪ হেক্টর জমিতে বোরো চাষের লড়্গ্যমাত্র নির্ধারন করা হলেও ধামইরহাট উপজেলায় ১৭ হাজার ৭ শত ২০ হেক্টর জমিতে ইরি বোরো চাষে লড়্গ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান জানান।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …