22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে নওগাঁর ধামইরহাটে মানববন্ধন ও গণজমায়েত

যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে নওগাঁর ধামইরহাটে মানববন্ধন ও গণজমায়েত

এনবিএন ডেক্স- নওগাঁর ধামইরহাট উপজেলা যুবলীগের উদ্যোগে ৭১’এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের দ্র্বত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১৬ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলার সামনে প্রধান সড়কে প্রায় ২ কিঃ মিঃ রাস্তায় মানববন্ধনে প্রধান অতিথি নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার সকলের সঙ্গে হস্ত মোলাকাত করেন। মানববন্ধন শেষে বিকেল ৩ টায় ধামইরহাট বাজারস’ নিমতলী মোড়ে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে গণ জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ আ’লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই”। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, পত্নীতলা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল গাফফার, ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের অধ্যৰ শহীদুল ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক জাবিদ হোসেন মৃদু, ছাত্রলীগ সভাপতি হুমায়ন কবির, সম্পাদক সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাবুবুর রহমান সাবু, মুক্তিযোদ্ধা নুর্বজজামান প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন ও গনজমায়েত অনুষ্ঠানে উপজেলার সর্ব স্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …