8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / বাঙালির চেতনায় ঘা দিবেন না–মান্দায় এমপি’ ইমাজ উদ্দিন প্রামানিক

বাঙালির চেতনায় ঘা দিবেন না–মান্দায় এমপি’ ইমাজ উদ্দিন প্রামানিক

এনবিএন ডেক্স: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিবিদ নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, মুক্তিযুদ্ধ বাঙালির রক্তে লেখা ইতিহাস। চেতনার গৌরবদীপ্ত অহঙ্কার। এ চেতনাকে কোনভাবেই ম্লান হতে দেয়া যাবে না। জাতি আজ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আরেকবার জেগে উঠেছে। তারা ৭১ এর ঘাতক দালাল রাজাকার আল-বদরদের বিচার করতে চায়। এই বাংলার মাটিতেই তাদের বিচার দেখতে চায়। তিনি বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, পাকিস-ানি দোসরদের আঁচল দিয়ে ঢেকে রাখবেন না। ইতিহাস ক্ষমা করবে না। বাঙালির চেতনায় ঘা দিলে ইতিহাসে কলঙ্কিনি হবেন। শনিবার দুপুরে তিনি তাঁর নিজ গ্রামের শৈশবের বিদ্যাপিঠ চককালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিফলক উন্মোচন ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ-বিদায় উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। চককালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সামসুল আলম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইউএনও মুন্সী মনিরুজ্জামান, মান্দা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্যা এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বিষ্ণুপদ সরকার কার্তিক, সহ-সভাপতি ব্রহানি সুলতান গামা, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালাম, আব্দুল আলিম ও ফিরোজ্জামান বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি চককালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য নতুন ভবনের ভিত্তিফলক উন্মোচন করেন। #

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …