সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর বাজারে অবসি’ত উপজেলা বিএনপি অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেলিম আহমদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাবের উপসি’তিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের মালিকানাধীন জায়গায় স্থাপিত বিএনপি কার্যালয়টি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। দিকে, বিএনপি অফিস ভেঙ্গে দেয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে তাৎক্ষনিকভাবে গতকাল সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের শত শত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু জানান, ১৯৯২ সালে ব্যক্তি মালিকানাধীন ওই জায়গার মালিক পক্ষের অনুমতি সাপেক্ষে বিএনপি কার্যালয়টি নির্মান করা হয়। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ওই কার্যালয় থেকেই দলের সকল কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। কিন’ সমপ্রতি জেলা পরিষদ ওই জায়গার মালিকানা দাবী করে উপজেলা বিএনপি অফিস সরিয়ে নেয়ার জন্য তাদেরকে নোটিশ প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি’র পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়। কিন’ তাদের সে আবেদন অগ্রাহ্য করে উচ্ছেদের দিন-ক্ষন না জানিয়ে এমনকি অফিসের আসবাবপত্র সরিয়ে নেয়ার ন্যুনতম সুযোগটুকু না দিয়েই নেতা-কর্মীদের র্যাব, পুলিশ ও মামলার ভয় দেখিয়ে প্রশাসন গতকাল সকালে বিএনপি কার্যালয় ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এ সময় দলীয় কার্যালয়ে টানানো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবি ভাংচুর করে ছুঁড়ে ফেলে দেয়া হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ দাবী করেন, সরকার দলের একটি প্রভাবশালী মহল পৌর সদরের কোটি কোটি টাকা মূল্যের ওই জায়গা গ্রাস করার লক্ষ্যে প্রশাসনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে বিএনপি অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সহ সভাপতি খন্দকার সৈয়দ আহমেদ, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র সভাপতি খন্দকার তরিকুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক কে,এম হাবিবুল হক সাব্বির, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপসি’ত ছিলেন। অন্যদিকে, উচ্ছেদ অভিযান পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমদ সাংবাদিকদের জানান, পৌর সদরের দ্বারিয়াপুর মৌজার ৫৮ শতক ওই জায়গার মালিক সিরাজগঞ্জ জেলা পরিষদ। ইতোমধ্যেই ওই জায়গায় জেলা পরিষদের উদ্যোগে একটি বহুতল মার্কেট নির্মানের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ লক্ষ্যে ওই জায়গা থেকে ১৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমপ্রতি সাড়ে ৮ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মান কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, বিএনপি কার্যালয়টি সরিয়ে নেয়ার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে বার বার নোটিশ প্রদান করা হলেও তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেনি। তিনি আরও জানান, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের আদেশবলে বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ (অধ্যাদেশ নং-২৪) এর ৫ (২) ও ৬ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে তিনি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান চলাকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী খোরশেদ আলম সহ উর্ধতন কর্মকর্তা ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন সরকার উপসি’ত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …