এনবিএন ডেক্স: বগুড়ার আদমদীঘি উপজেলার সান-াহার শহর পুলিশের হাতে আটক ৪ মাদক সেবীকে ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।
জানা গেছে, সোমবার রাতে সান-াহার পুলিশ ফাঁড়ির টিএসআই মাহবুব আলম পুলিশ ফোর্স সহ এক বিশেষ অভিযান চালিয়ে সান-াহার রেলওয়ে ইর্য়াড কলোনী এলাকা থেকে মাদক সেবন কালে সান-াহার ইর্য়াড কলোনীর আব্দুল মতিনের ছেলে সোহেল (১৯), নতুন বাজার এলাকার আফজালুল হকের ছেলে একরামূল (২৬), পার্শ্ববতী নওগাঁ সদরের পারবোয়ালিয়ার নিজামের ছেলে সুরুজ (৩০) এবং মোহাম্মদ আলীর ছেলে রফিক সরদার (২৮)কে গ্রেফতার করে। পরে রাতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মোল্লা মিজানুর রহমান সোহেলকে ১ বছর, সুরুজকে ১ মাস, রফিককে ১ মাস, একরামূলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …