22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মহাদেবপুরে মটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক, ৩ মটরসাইকেল উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মটরসাইকেল চোর সিন্ডিকেটের ৩ সদস্য আটক, ৩ মটরসাইকেল উদ্ধার

এনবিএন ডেক্সঃ গত সোমবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ একটি সংঘবদ্ধ মটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক চুরি হওয়া তিনটি মটরসাইকেলও পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য, গত এক বছরে এই উপজেলার বিভিন্ন এলাকা থেকে একশ’রও বেশী মটরসাইকেল চুরি ও ছিনতাই হয়। চুরির শিকার হয়েছে পুলিশ, সাংবাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরাও। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, থানার এসআই অর্পণ দাস ও নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই অনু ইসলাম উপজেলার চেরাগপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদ মন্ডলের পূত্র শান- ও হর্ষি গ্রামের রিপু নামে ২ যুবককে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের দেয়া তথ্য মতে উপজেলার খোর্দ্দকালনা ও ঘোষপাড়া গ্রাম থেকে দু’টি এবং নওগাঁ সদর থানার দুবলহাটি এলাকা থেকে আরেকটি চুরি হওয়া মটরসাইকেল উদ্ধার করেন। এছাড়া চুরির সাথে জরিত থাকার সন্দেহে উপজেলার খোর্দ্দকালনা গ্রামের দানেজ উদ্দীনের পূত্র উপজেলার লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুইটকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …