22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে ডাকাত-গ্রামবাসী সংর্ঘষে নিহত-৩ আহত-৫

পিরোজপুরে ডাকাত-গ্রামবাসী সংর্ঘষে নিহত-৩ আহত-৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে গত রবিবার রাতে ডাকাত-গ্রামবাসী সংর্ঘষে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতের মধ্যে ১ জন স্থানীয় চৌকিদার এবং ২জন ডাকাত সদস্য রয়েছে।  স্থানীয়  সূত্রে জানাযায়, রবিবার রাত ১২টার দিকে চুঙ্গাপাশা গ্রামের ব্যবসায়ী আঃ লতিফ আকনের বাড়িতে ডাকাতি করতে যায় ডাকাত সদস্যের একটি দল। এ সময় তারা সিদ কেটে ঘরে ঢুকে ডাকাতি করে। বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার দিলে তারা (ডাকাত দলের সদস্যরা) গৃহকর্তা লতিফকে কুপিয়ে জখম করে। এলাকাবাসী ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসলে তারা (ডাকাতদলের সদস্যরা) স’ানীয় ইউপি চৌকিদার আঃ ওয়াদুদকে ও দফাদার মোয়াজ্জেম হাওলাদারকে কুপিয়ে মারাত্মক জখম করে । এ সময় উত্তেজিত জনতা ডাকাত দলের সদস্যদের গণপিটুনি দেয়। এতে ডাকাত দলের সদস্য সাখাওয়াত গাজী ঘটনাস’লেই নিহত হয় এবং ডাকাত দলের সদস্য (সাখাওয়াত গাজীর স্ত্রী) হেনোয়ারা বেগম গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস’লে পুলিশ উপসি’ত হয়ে আহত চৌকিদার ওয়াদুদ ও মোয়াজ্জেম দফাদারসহ ডাকাতি হওয়ার বাড়ির মালিক লতিফ আকন ও ডাকাত সদস্য হেনোয়ারা বেগমকে গুরুতর অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করে। উন্নত চিকিৎসার জন্য লতিফ আকন, ওয়াদুদ চৌকিদার ও মোয়াজ্জেম দফাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে চৌকিদার ওয়াদুদ মারা যায়। অপর দিকে নিহত ডাকাত সাখাওয়াত গাজীর স্ত্রী ডাকাত হেনোয়ারা বেগম চিকিৎসাধীন অবস’ায় পিরোজপুর সদর হাসপাতালে মারা যায়। এ ঘটনায় আহত মনির সরদার, রুমান শেখ পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি জানান, নিহত ওয়াদুদ স্থানীয় চুঙ্গাপাশা এলাকার চৌকিদার আর সাখাওয়াত গাজী ও তার স্ত্রী পেশাদার ডাকাত। তার স্ত্রী (হেনোয়ারা বেগম) কে পুরুষের পোশাক পরা অবস’ায় উদ্ধার করা হয়েছে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সাখাওয়াত গাজীর লাশ হাসপাতাল মর্গে এনে রাখা হয়েছে। ডাকাত-গ্রামবাসী সংর্ঘষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …