27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সরকারের সফলতায় ঈর্ষান্বিত বিরোধীদলই এখন জনবিরোধী পাগল -মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সরকারের সফলতায় ঈর্ষান্বিত বিরোধীদলই এখন জনবিরোধী পাগল -মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

এনবিএন ডেক্স : মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, গত সংসদ নির্বাচনে জনগন দ্বারা প্রত্যাখ্যাত বিএনপি-জামাত জোট এখন সরকারের উলেৱখযোগ্য সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তারা এখন জনবিরোধী পাগল হয়ে পড়েছে। প্রকাশ্যে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী যুদ্ধাপরাধী রাজাকার-আলবদর জামাতের পৰ নিয়ে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে। খালেদা জিয়ার এমন হেয়কর পৰপাতিত্ব, বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার শাসন আমলের খলনায়ক মীর জাফর আলী কেও হার মানিয়েছে। তিনি গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) মাজার শরীফের পানি নিষ্কাসনের জন্য ৮৯ লাখ টাকা সরকারী বরাদ্ধে নির্মিত প্রকল্প উদ্ধোধন শেষে উপসি’ত রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন এবং সরকারী কর্মকর্তাদের সাথে মত বিনিময় কালে এসব কথা কথা বলেন। এসময় দরবার শরীফের বর্তমান গদিনশীন হুজুরপাক হযরত খাজা কামাল উদ্দিন (নুহু মিয়া) উপসি’ত ছিলেন। তখন দরবার শরীফের পেশ ইমাম মাওঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ মিয়া, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনন্দ কুমার বিশ্বাস, ওসি মোঃ ওহেদুজ্জামান, মুস্তাফিজার রহমান, আওয়ামীলীগ নেতা ফজলুল হক সরকার, রাসেদুল ইসলাম সিরাজ, দরবার শরীফের মাহফুজুর রহমান বাবলু, আনছার কমান্ডার আনিছুর রহমান,বক্তব্য রাখেন।
মন্ত্রী আব্দুল বিশ্বাস আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লৰে মহাজোট সরকার ভিশন-২০২১ নির্ধারন করেছে। এর ধারাবাহিকতায় বর্তমান সরকার নিরলস ভাবে দেশের সামগ্রিক উন্নয়ন করে যাচ্ছে। দ্রব্যমুল্যের নিয়ন্ত্রন, মৎস্য ও প্রাণি সম্পদের উন্নয়নের পাশাপািশ সার ও বিদ্যুৎ সমস্যা নিরসনের পথে। এছাড়া যোগাযোগ, শিৰা, চিকিৎসা সহ অবকাঠামো গত উন্নয়ন কাজ দ্র্বত এগিয়ে চলছে। যা আগামী ২০২১ সালের মধ্যে বাস্তবায়িত হলে দেশ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখি সম্পৃদ্ধ উন্নত আধুনিক ডিজিটাল বাংলাদেশ।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …